আইপিএলে মাঝেমধ্যেই দেখা যায় বিদেশি ক্রিকেটাররা প্রথমে নিলামের সময় না দিলেও পরে নাম প্রত্যাহার করে নেন। অনেকে গোটা লিগ থেকেই নিজেদের সরিয়ে নেন, আবার কেউ কেউ দেশের হয়ে খেলার অজুহাত দিয়ে সরে দাঁড়ান গিলের মাঝপথেই। যার ফলে অনেকক্ষেত্রেই বেজায় সমস্যায় পড়তে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। কারণ নিলামের সময় সেই ক্রিকেটারকে দলে নিলে, সেই স্পটের জন্য আর কোনও ক্রিকেটারকে নেয় না ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ 𝓀সেই মতো কম্বিনেশন সেট করতে হয়, অথচ এরপরে বিদেশি ক্রিকেটাররা নিজেদেরর ইচ্ছে মতো সরে দাঁড়ালে তখন গোটা কম্বিনেশনটাই ঘেঁটে যায় দলের। ফলে বিদেশি ক্রিকেটারদের আইপিএল নীতি নিয়ে এবার বিসিসিআইকে বড় পরামর্শ দিলেন ফ্র্যাঞ্চাইজিগুলি, যার ফলে চাপে পড়তে বাধ্য ক্রিকেটাররা।
আরও পড়ুন-ꦿনিজের দ্বিতীয় অলিম্পিক্স পদক জয় থেকে এক ধাপ দূরে লভলিনা! প্রি কোয়ার্টারে উড়িয়ে দিলেন নরওয়ের সুনিভাকে…
২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেসন রয়কে।কিন্তু ইংরেজ ওপেনার হঠাৎই জানিয়ে দেন ব্যক্তিগতꦆ কারণে তিনি আইপিএলে খেলবেন না। তিনি একাই নয়, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাও খেলতে চাননি এব𒈔ারের আইপিএল। চোটের অজুহাত দেখালেও গতবারের তুলনায় নিলামে এবার দাম কম ওঠা ছিল এক না বলা কারণ। বেস প্রাইস থেকে শুরু হয় ক্রিকেটারদের নিলাম, এরপর যার যেরকম দাম ওঠে, সেরকমভাবেই তাঁকে নেয় ফ্র্যাঞ্চাইজি। এবার দল নেওয়ার পর যদি তাঁরা সরে দাঁড়ান তাহলে সমস্যা হবেই। তাই আইপিএলে তাঁদের শাস্তির জন্য বিসিসিআইকে জানাল আইপিএল দলগুলি। সেক্ষেত্রে তাঁদের আইপিএল থেকে নির্বাসনেরও দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন-প্💃রি কোয়ার্টারে দীপিকার প্রতিপক্ষকে চিনে নিন! টোকিও অলিম্প🐟িক্সে জিতেছিলেন পদক!
২০২৪ আইপিএলে প্লে অফের আগে হঠাৎই ইংল্যান্ডের ক্রিকেটাররা একে একে দল ছাড়েন। সমস্যা তৈরি হয় এখানেও। কারণ জোস বাটলার যে রাজস্থানের ওপেনিংয়ে নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি দল ছাড়ায় প্লে অফের দ্বিতীয় ম্যাচেই হেরে যায় রাজস্থান। অন্যান্য দলগুলিও মাঝপথে ক্রিকেটার চলে যাওয়া বিরক্ত ছিল। মুস্তাফিজুর রহমানকেও কয়েকটি ম্যাচ খেলে জাতীয় 🌞দলের হয়ে খেলতে ডেকে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার এই নিয়েই বোর্ডকে কঠোর পন্থা অবলম্বন করতে আর্জি জানাল সব দল।
আরও পড়ুন-টি২০ সিরিজ জিতেও ক্রেডিট নিতে চাইলেন না গম্ভীর! রিঙ্কুদের অনুরোধꦅ সত্ত্বেও এড়ালেন লাইমলাইট
কয়েকজিন ক্রিকেটার আবার বিসিসিআইয়ের আসল নিলামে অংশ নেয় না। তাঁরা সরাসরি দলের সঙ্⭕গে কথা বলে নেয়, যা নিয়েও🐼 আলোচনা হয়েছে বিসিসিআই এবং আইপিএল দলগুলোর। এই সব অনৈতিক কাজ যাতে বন্ধ হয়, সেই জন্য এক হয়ে বিসিসিআইকে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা।