ভারতের রান মেশিন সরফরাজ খান আবারও ঘরোয়া ক্রিকেটে রানের ঝড় তুলেছেন। বুধবার তিনি অসাধারণ ইনিংস একটি খেলেন এবং ইরানি কাপে দুর্দান্ত সেঞ্চুরি করেন। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বইয়ের হয়ে খেলে রেস্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেন সরফরাজ খান। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য তাঁকে নির্বাচিত করা হলেও দুটি ম্যাচেই প্লেয়িং একাদশে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়নি। দ্বিতীয় টেস্ট চলাকালীন তাঁকে ইরানি কাপে অংশগ্রহণের জন্যღ ছেড়ে দেওয়া হয়।
বাইশ গজে ঝড় তুলেছেন সরফরাজ খান
সরফরাজ খান আবারও তাঁর ব্যাটিং দক্ষতা প্রমাণ করলেন এবং অবশিষ্ট ভারতের শক্তিশালী বোলি꧒ংকে ধ্বংস করলেন। রেস্ট অফ ইন্ডিয়া দলে রয়েছেন মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণ এবং যশ দয়ালের মতো বোলার। তা সত্ত্বেও ব্য়াট হাতে আলোড়ন সৃষ্টি করেন সরফরাজ। লখনউয়ের ভা▨রতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে ইরানি কাপের দ্বিতীয় দিনে চার নম্বরে ব্যাট করার সময়ে সেঞ্চুরি করেন সরফরাজ খান।
আরও পড়ুন… রোহিত ভ🏅🌌াই আগেই আমায় বলেছিলেন… ক্যাপ্টেনের কোন পরামর্শে বদলে গিয়েছিল ম্যাচের ছবি? কী বললেন যশস্বী?
সচিন ও দ্রাবিড়ের রেকর্ড ছুঁয়ে ফেললেন
সরফরাজের এ🦩ই সেঞ্চুরিও তাঁকে ভারতের দুই সেরা ব্যাটসম্যানের সারিতে জায়গা করে দিয়েছে। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড ছুঁয়ে ফেলেন। ইরানি কাপে দুটি সেঞ্চুরি রয়েছে সচিন ও দ্রাবিড়ের নামে। সেই সংখ্যায় পৌঁছে গিয়েছেন সরফরাজ খান। চারটি ম্যাচে ২টি সেঞ্চুরি করেছেন এই দুই জায়ান্ট। তার চেয়ে এক ম্যাচ কম খেলে এই কীর্তি গড়েছেন সরফরাজ খান।
আরও পড়ুন… IND vs BAN Test: বাংলাদেশকে হারিয়ে কার হাতে সিরিজের ট্রফি তুলে দিলেন🐈 ভারতের অধিনায়ক রোহিত 🤡শর্মা?
ইরানি কাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা খেলোয়াড়
ইরানি কাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির নিরিখে প্ౠরথম স্থানে রয়েছেন দুই কিংবদন্তি। গ্রেট প্লেয়ার গুন্ডপ্পা বিশ্বনাথ এবং দিলীপ বেঙ্গসরকার। ইরানি কাপে তাদের নামে চাꦇরটি সেঞ্চুরি রয়েছে। হনুমা বিহারী, অভিনব মুকুন্দ, সুনীল গাভাসকর ও ওয়াসিম জাফরের রয়েছে ৩টি করে সেঞ্চুরি। যশস্বী জয়সওয়াল, পাওলি উমরিগার, সরফরাজ খান, আর সুধাকর রাও, মুরালি বিজয়, প্রণীন আমরে, শিখর ধাওয়ান, সচিন তেন্ডুলকর, জি কে বোস এবং রাহুল দ্রাবিড় এই টুর্নামেন্টে ২টি করে সেঞ্চুরি করেছেন।
আরও পড়ুন… বৈভব সূর্যবংশীর ঐতিহাসিক শতরানের পরেও প্রথম ইনিংসে বড় লিড পে♍ল না ভারত! ১০৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া
এদিন সেঞ্চুরি মিস করেন অজিঙ্কা রাহানে
মুম্বই দলের অধিনায়ক অজিঙ্কা𒆙 রাহানের সঙ্গে পঞ্চম উইকেটে ১৩১ রানের জুটি গড়ে দলকে সমস্যা থেকে বের করে আনেন সরফরাজ খান। এই ম্যাচে অধিনায়কত্বের ইনিংসও খেলেছেন অজিঙ্কা রাহানে। ২৩৪ বলে সাতটি চার ও এক ছক্কার সাহায্যে ৯৭ রান করেন তিনি। ভারতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা রাহানে সেঞ্চুরি করা থেকে বঞ্চিত থাকেন।