রাহুল 𝔉দ্রাবিড়ের ‘প্লে ডোমেস্টিক ক্রিকেট’ অর্থাৎ ঘরোয়া ক্রিকেটে খেলার বার্তা দেওয়ার পরেও, ইশান কিষাণের স্টেট অ্যাসোসিয়েশন দাবি করে💙ছে যে, তরুণ উইকেটকিপার-ব্যাটার এখনও যোগাযোগ করেননি।
ইশান কিষাণকে নিয়ে এখন সবচেয়ে বেশি চর্চা চলছে। তিনি দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল♈ের অংশ ছিলেন। তবে সফরের মাঝামাঝি বিরতিতে দেশে ফিরে আসেন ইশান কিষাণ। তার পরে তাঁকে ভার⛦ত বনাম আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের জন্য বাছাই করা হয়নি। এবং বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার কারণে ইশানকে এই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে।
তবে ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় অবশ্য এমন দাবি অস্বীকার করেছেন। কিন্তু ইশান কিষাণকে তিনি পরামর্শ দিয়েছেন, জাতীয় দলে প্রত্যাবর্তনের আগে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। রাহুল দ্রাবিড় প্রথম ভারত বনাম আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদিক সম্মেলনে বলেন, ‘ইশানের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ইশান কিষাণ নির্বাচনের জন্য উপলব্ধ ছিল না। ও꧂ দক্ষিণ আফ্রিকায় সফরের মাঝে বিরতির জন্য অনুরোধ জানিয়েছিল, যা আমরা মেনে নিয়েছি এবং ওকে সমর্থন করেছি। ও এ🐼খনও নিজেকে নির্বাচনের জন্য উপলব্ধ করেনি। আমি নিশ্চিত, যখন ও উপলব্ধ হবে, তখন ও ঘরোয়া ক্রিকেট খেলবে এবং নিজেকে নির্বাচনের জন্য উপলব্ধ করবে।’
আরও পড়ুন: ব্যাট হাতে নেটে কসরত করার ভিডিয়ো শেয়া𒆙র করলেন সূর্য, তবে খুশির খবর কি এত সহজে মিলবে?- ভিডিয়ো
এর মানে হল যে, সাত সপ্তাহ ধরে কোনও ক্রিকেট না খেলে, এই মাসের শেষের দিকে ইংল্যান্ডের 🔯বিরুদ্ধে টেস্টের জন্য বাঁ-হাতিকে বাছাই করা হবে না, যেখানে কোনা ভরতকে প্রথম কিপার হিসাবে দেখা হচ্ছে।
ঝাড়খণ্ডের স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেএসসিএ) সেক্রেটারি দেবাশিস চক্রবর্তীর কাছ থেকে পিটিআই অবশ্য জানতে চেয়েছিল যে, কিষাণ চলতি রঞ্জি ট্রফির জন্য নিজেকে উপলব্ধ করেছেন কিনা, তিনি নেতিবাচক উত্তর দেন। বলেন, ‘নᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚা, ইশান আমাদের সঙ্গে যোগাযোগ করেনি বা ওর প্রাপ্যতা সম্পর্কে আমাদের কিছু জানায়নি। ও যখনই আমাদের বলবে, ওকে প্লেয়িং ইলেভেনে রাখা হবে।’