মঙ্গলবার ছিল বিরাট কোহলির জন্মদিন। ৩৫ পেরিয়ে ৩৬-এ পা রাখলেন তিনি। সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অগণিত ভক্ত। কিন্তু কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রোলের শিকার হলেন 🐭ইতালির এক মহিলা ফুটবলার। কটাক্ষের মুখে পড়ে পাল্টা উত্তর দিয়েছেন তিনিও। সচিন তেন্ডুলকরের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার হলেন বিরাট কোহলি। দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে অসংখ্য ভক্ত। তাঁর জনপ্রিয়তা গগন﷽চুম্বী। তবে ফর্মের নিরিখে এই বছরটা মোটেও ভালো কাটেনি বিরাটের। দেশের জার্সি গায়ে সেভাবে রান পাননি তিনি।
মঙ্গলবার বিরাটের জন্মদিন উপলক্ষ্যে ইতালির মহিলা ফুটবলার আগাতা ইসাবেলা সেন্টাসো নিজের X হ্যান্ডেলে লেখেন, ‘হ্যাপি বার্থডে ফ্রম আ ফ্যান ইন ইতালি। অল দ্য বেস্ট টু ইউ।' একই সঙ্গে ভারতের ক্রিকেট দলের জার্সি পরে নিজের একটি ছবিও দেন। কোহলিকে শুভেচ্ছা জানানোর পরই শুরু হয় মহা বিপদ, তাঁকে লক্ষ্য করে ধেয়ে আসে একের পর এক কটাক্ষ। এক X হ্যান্ডেল ব্যবহারকারী লেখেন, ‘তোমার ক্রিকেট বা কোহলি সম্পর্কে কোনও ধারণাই নেই। বিরাট জনসংখ্যক ভারতী🌄য়দের কাছ থেকে ল💃াইক পাওয়ার জন্যই এমন পোস্ট করেছো, সাবাশ!’ তবে এরপর চুপ থাকেননি আগাতা। তিনি পাল্টা জাবাব দিয়ে লিখেছেন, ‘আমার সম্পর্কে তোমার যদি এমন নীচ মতামত হয়, তাহলে আমাকে এখনও ফলো করছ কেন? দয়া করে তোমার নেতিবাচক চিন্তাভাবনা অন্য কোথাও দেখাও।’
তিনি পরবর্তীতে আরও লিখেছেন, ‘আমি জানিনা যখনই বিরাট কোহলি বা ক্রিকেট নিয়ে আমি কোনও মন্তব্য করি কেন তখনই এই ধরনের নেতিবাচক মন্তব্য শুনতে হয়। সত্যি বলতে আমি এটা এখনও বুঝি না কেন এমন নয়। নমস্তে।’ তবে এবার প্রথম নয়, এর আগেও আগাতা বহুবার বিরাটকে নিয়ে পোস্ট করেছেন। এখন প্রশ্ন কে তিনি? নিজের X হ্যান্ডেলে তিনি লিখে রেখেছেন, ইতালিয়ান ফুটবল প্লেয়ার ও ক্রীড়াপ্রেমী। পাশাপাশি সমাজসেবার সঙ্গেও যুক্ত আছেন আগাতা। ভারত সম্পর্কেও যথেষ্ট উৎসাহ রয়েছে তাঁর, সেটা আগাতার পোস্ট দেখলেই বোঝা যায়। অন্যদিকে, ২০০৮ সালের ভারতীয় ক্রিকেটে অভিষেকের পর বিরাট কোহলি সকলকে নিজের ব্যাটিংয়ের মাধ্যমে মুগ্ধ করেছেন। এখনও পর্যন্ত দেশের হয়ে সব মিলিয়ে ৫০০-র উপর ম্যাচ খেল🌠ে ফেলেছেন তিনি। ২৭ হাজারের বেশি রান রয়েছে তাঁর, গড় ৫২.৭৮।