মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলে নিজেদের সর্বোচ্চ রান করেছে দিল্লি ক্যাপিটালস দল। শুরুর দিকে হারতে ꦗথাকা দিল্লি হঠাৎই যেন নিজেদের ছন্দ ফিরে পেয়েছে আইপিএলের মাঝপথে। আজ পর্যন্ত কখনও আইপিএল জেতা হয়নি দিল্লির। কিন্তু এবার ঋষভ পন্তের নেতৃত্ব দল খেলছে ভয়ডরহীন ক্রিকেট। সৌজন্যে অবশ্যই জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের দলে আসা। প্রথম দিকের কয়েকটা ম্যাচ তাঁকে কাটাতে হয়েছিল রিজার্ভ বেঞ্চে বসেই। দলে একাধিক তারকা থাকায় তিনি সুযোগ পাচ্ছিলেন না। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার আসছিলেন। সঙ্গে ছিলেন মিচেল মার্শ। মিডল অর্ডারে রয়েছেন স্টাবস। ফলে সুযোগ আসছিল না ২২ বছরের ম্যাকগার্কের কাছে।
প্রথম সুযোগেই নজর কেড়েছিলেন। বলেছিলেন মাঠে নামতে পারেননি বলে এতদিন হাত কামড়াতে হয়েছে তাঁকে। অনেক ব্যাটারই আইপিএলে থাকেন, যারা এক ম্যাচ,দু ম্যাচ ভালো খেলেই আর সেই ধারাবাহিকতা দেখাতে পারেননা। ত🅷বে অস্ট্রেলিয়ান ম্যাকগার্ক অন্য জিনিস। একাই কার্যত দিল্লিকে প্লে অফের দৌড়ে এনে দিয়েছেন। মুম্বইকে হারানোর পর নিজেই রহস্য ফাঁস করলেন, কিভাবে যশপ্রীত বুমরাহর মতো বোলারের বিরুদ্ধে দাপট দেখালেন তিনি।
আরও পড়ুন-IPL 2024-‘ওভা༺বে বোলিং করলে তো মার খাবেই’,স্পিনারদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখালেন মুরলি
২০২৪ আইপিএলে ৫ ম্যাচে খেলেছেন। করেছেন ২৪৭ রান। স্ট্রাইক রেট ২৩৭। প্রথম সুযোগ পেয়েছিলেন লখনউ সুপার জায়ান্🌳টসের বিপক্ষে। করেছিলেন ৫৫ রান। এরপর গুজরাট টাইটানসের বিপক্ষে ২০ ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে করেছিলেন ৬৫ রান। নিজের চতুর্থ ম্যাচে গুজরাটের বিপক্ষে ২৩ রান করেছিলেন। মুম্বইয়ের বিরুদ্ধে করে ফেললেন ৮৪ রান, তাও নতুন পজিশনে এসে মাত্র ২৭ বলেই।
মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে পাওয়ার প্লের মধ্যেই দিল্লির রান ছিꩲল বিনা উইকেটে ৯২। ততক্ষণে ২৪ বল খেলে ৭৮ রান করে ফেলেছেন ম্যাকগার্ক। কিন্তু সকলের নজরে এসেছেন, প্রথম বলেই যশপ্রীত বুমরাহকে ছয় মেরে। দিল্লি ইনিংসের দ্বিতীয় ওভারেই বল করতে আসেন বুমরাহ আর প্রথম বলই সটাং মেরে দেন ওভারবাউন্ডারি। এরপর ম্যাচ শেষে তিনি নিজেই বললেন, ‘ যশপ্রীত বুমরাহর বোলিং ভিডিও সারাক্ষণ দেখেছি। এরকম বিশ্বমানের বোলারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অনেক আত্মবিশ্বাস দেয়। শুরুর দিকে একটু স্নায়ুচাপে ভুগছিলাম। কারণ মাঠের বাইরে যতই অনুশিলন করি না কেন, মাঠে পরিস্থিতি অন্যরকম থাকে’।
আরও পড়ুন-IPL 2024-'প্রথম দেখা🧜য় বিরাট কোহলি বলেছিল'…অভিজ্ঞতার কথা জান⛎ালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স
ওয়ার্নারের পরিবর্ত হিসেবে ওপেনারের দায়♎িত্ব সামলেছেন, দলকে জয়ের সরণীতে এনেছেন। এবার তাঁর লক্ষ্য প্লে অফ নিশ্চিত করা। তবে কষ্ট করে এক রান বা দুরান নিতে পছন্দ করেননা, স্পষ্ট বাক্যেই জানাচ্ছেন তিনি। ম্যাকগার্ক বলছেন, ‘ আমার কাজ প্রথম ছয় ওভারে গিয়ে যত বেশি সম্ভব রান তোলা। তাই এক রান বা দুরান আমি তখনই নি🥃, যখন ব্যাটে ঠিকভাবে বল কানেক্ট না হয়ে থাকে অথবা ওভারের শেষ বল হয়। আমার মধ্যে বড় শট খেলার শক্তি আছে। বিষয়টা শুধু টাইমিং ঠিক হওয়ার। শরীরের ওপরে দিক ঠিক রাখতে পারলেই বড় শট চলে আসে’। উল্লেখ্য যতক্ষণ তিনি মাঠে ছিলেন চার ছক্কার বৃষ্টি পড়ছিল। একাই ১১টি চার এবং ৬টি ওভারবাউন্ডারি মারেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার।