সিরিজের প্রথম তিনটি ম্যাচের ফলাফল দেখেই বোঝা♉ যাচ্ছিল যে আর যাই হোক, লড়াইটা সেয়ানে-সেয়ানে হচ্ছে না মোটেও। তবে অসম লড়াই কতটা একপেশে🍎 হতে পারে, সেটা জাপান বনাম মঙ্গোলিয়া টি-২০ সিরিজ না দেখলে বোঝা মুশকিল ছিল।
সাত ম্যাচের আন্তর্জাতিক টি-২০ সিরিজ খে🅘লতে জ𝕴াপান সফরে গিয়েছে মঙ্গোলিয়া। সিরিজের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে জাপান তোলে ৫ উইকেটে ১৯৯ রান। জবাবে ব্যাট করতে নেমে মঙ্গোলিয়া ৩৩ রানে অল-আউট হয়ে যায়। ১৬৬ রানে ম্যাচ জেতে জাপান।
দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে জাপান ৭ উইকেটে ২১৭ রান তোলে। পালটা ব্যাট করতে নেꩵমে মঙ্গোলিয়া মাত্র ১২ ꦛরানে অল-আউট হয়ে যায়। ২০৫ রানের ব্যবধানে ম্যাচ জেতে জাপান।
সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে জাপান প্রথমে 💫ব্যাট করতে নেমে ৪ উইকেটের বিনিময়ে ২৫৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। পালটা ব্যাট করতে নেমে🦩 মঙ্গোলিয়া ১ উইকেট হারিয়ে ৪ রান তুললে মন্দ আবহাওয়ায় ম্যাচ বন্ধ হয়ে যায়। ফলে মাঝপথেই পরিত্যক্ত হয় সেই ম্যাচ।
সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে মঙ্গোলিয়াকে আরও লাঞ্ছিত হতে হয়। কেননা এবার শুরুতে ব্যাট করতে নামে মঙ্গোলিয়া। তারা ১৫.২ ওভার ব্যাট করে কষ্টেশিষ্টে ২৬ রান তুলে অল-আউট হয়ে ꦍযায়। তাও ৮ রান আসে অতিরিক্ত হিসেবে। 🦋দলের ৬ জন ব্যাটার খাতা খুলতে পারেননি।
নিতান্ত ছোটখাটো লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে জাপান বিশেষ সময় নষ্ট করেনি। ১.২ ওভা🌱রেই কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭ রান সংগ্রহ করে নেয় তারা। সুতরাংꦛ, ২০ ওভারের ম্যাচ মাত্র ৮ বলেই জিতে নেয় জাপান। তারা ম্যাচ জেতে ১১২ বল বাকি থাকতে ১০ উইকেটের ব্যবধানে। সেই সঙ্গে সিরিজে ৩-০ লিড নেয়।
উ🏅ল্লেখযোগ্য বিষয় হল, বল বাকি থাকার নিরিখে এটি দ্বিতী🦹য় বৃহত্তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের রেকর্ড। সব থেকে বেশি বল বাকি থাকতে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড রয়েছে স্পেনের নামে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে, ২০২৩ সালে আইল অফ ম্যানের বিরুদ্ধে মাত্র ২ বলেই টি-২০ ম্যাচ জেতে স্পেন।
সেই ম🎀্যাচে আইল অফ ম্যান শুরুতে ব্যাট করে ৮.৪ ওভারে ১০ রানে অল-আউট হ🌼য়ে যায়। পালটা ব্যাট করতে নেমে স্পেন ২ বলে ১৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ২টি ছক্কা মারেন ব্যাটার এবং এক রান আসে নো-বল থেকে। অর্থাৎ, স্পেন সেই ম্যাচ জেতে ১১৮ বল বাকি থাকতে।