ঘন্টাখানেকের আর মাত্র অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া বহুꦿকাঙ্খিত টেস্ট সিরিজ। এই পাঁচ টেস্টের সিরিজই রোহিত শর্মা, বিরাট কোহলিদের ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যৎ নির্ধারন করে দিতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা সিরিজ হারই যেন বড় ধাক্কা দিয়ে গেছে গোটা দলকে। তিন ম্যাচে ৬ ইনিংসে বিরাট মোটে ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেননি।
আরও পড়ুন-ভারত মনে𝔉 রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
বিরাটের পাশে বুমরাহ
বৃহস্পতিবার ছিল পার্থ টেস্টের আগে জসপ্রীত বুমౠরাহর সাংবাদিক সম্মেলন। বিরাট কোহলির সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে সব জায়গায় কাঁটাছেড়া চলছে। হওয়াটাও স্বাভাবিক, কারণ বিরাটের মতো ক্যালিবারের ক্রিকেটার যখন ১০ ইনিংসে ১ অর্ধশতরান করেন, আর সর্বমোট ২০০ রান না করেন তাহলে তো প্রশ্ন উঠবেই। যদিও বুমরাহ পা꧙শে দাঁড়াচ্ছেন বিরাটের।
আরও ♚পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
আমরা প্রস্তুত রয়েছি
নিজেদের প্রস্তুতি কতটা ভালো হল, সেকথা বলতে গিয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা প্রস্তুত রয়েছি ম্যাচের জন🌱্য। আমরা আগেই এসে ওয়াকায় অনুশীলন করেছি। আমরা যখন পার্থের এই স্টেডিয়ামেও ট্রেনিং শুরু করি, সেখানেও যথেষ্ট ভালো সেশন হয়েছে। জুনিয়রদের ওপরও দায়িত্ব থাকছে, সঠিক জায়গায় সুযোগ কাজে লাগিয়ে পারফর্ম করার। ’।
আরও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা ꧋দামি?
বিরাটকে নিয়ে চিন্তিত নন বুমরাহ-
আজকের ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহর নিজের অভিষেকই হয়েছিল কোহলির তত্বাবোধানে। তাই কোহলির দু-একটা সিরিজের খারাপ পারফরমেন্সে খুব একটা চিন্তিত নন বুমরাহ। তিনি বলছেন, ‘আমি জসপ্রীত বুমরাহকে নিয়ে কোনও ইনপুট দিতে চাই না। আমি ওর অধিনায়কত্বে অভিষেক করেছি। একটা সিরিজ🐭 খারাপ যেতেই পারে, কিন্তু ওর আত্মবিশ্বাস অটুটই থাকে ’।
প্রথম থেকেই বুমরাহ জানতেন পার্থে অধিনায়ক তিনি
রোহিতকে নিয়ে শুরুতে একটা জল্পনা ছিল যে তিনি প্রথম টেস্টের আগে যোগ দিলেও দিতে পারেন। যদিও বুমরাহ কিন্তু জানাচ্ছেন, প্রথম টেস্টে কখনই রোহিতের খেলাಌর সম্ভাবনা ছিল না। তাঁর কথায়, ‘আমি যখন অস্ট্রেলিয়ায় এসে পৌঁছাই তখনই আমায় কোচ এবং ম্যানেজমেন্ট বলে দিয়েছিল যে আমিই দলকে নেতৃত্ব দেব। আমিও এবার তাকিয়ে রয়েছি সেই দায়িত্ব ভালোভাবে পালন করার দিকে, এর আগেও পালন করেছি ’।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে🎃 হার! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
নিউজিল্যান্ড সিরিজ থেকে শিক্ষা নেব-
কিউয়ি সিরিজ হারের কোনও প্রভাবই অস্ট্রেলিয়া সিরিজে পড়বে না বলেই মনে করছেন বুমরাহ। তাঁর কথায়, ‘ক্রিকেটের সৌন্দর্য হল, তুমি যেত বা হারো, শূন্য থেকেই শুরু করতে হয়। আমা🦂দেরকে নিউজিল্যান্ড সিরিজ থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু তাঁর বোঝা নিয়ে চললে হবে না। ওখানকা﷽র পরিবেশ আলাদা ছিল, এখানে পরিবেশ ফলাফল আলাদা’।