জসপ্রীত বুমরাহ কি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? উত্তর পাওয়া যেতে পারে আগামী ২৪ ঘন্টার মধ্যেই। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে জসপ্রীত বুমরাহর স্ক্যানের রিপোꦉর্টসহ তাঁর মেডিক্যাল পরীক্ষার সমস্ত নথি দেখা হচ্ছে। এছাড়াও আলাদাভাবে তাঁর কাছౠ থেকেও চোটের জায়গার আপডেট নেওয়া হচ্ছে নিয়মিত।
আরও পড়ুন-ফর্ম্যাট বদলের সঙ্গে সঙ্গেই ফর্মে ফিরবে♔ন রোহিত-বিরাট! আশায় প্রাক্তন ব্যাটিং কোচ
জানা যাচ্ছে জসপ্রীত বু⭕মরাহ বর্তমানে এনসিএতে রয়েছেন। তাঁকে বেঙ্গালুরুতেই আরও ২৪ ঘন্টা থাকার জন্য বলা হয়েছে। যাতে তাঁর সঙ্গে কথা বলেই বিসিসিআ🐭ই তাঁদের আগামী সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হবে কিনা। কারণ তিনি যদি নকআউটেও খেলতে পারেন, সেক্ষেত্রেও তাঁর নাম দলে রাখা হবে।
আরও পড়ুন-‘ব্যালন ডি অরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই! আমিই সবথেকে…’ ম💮েসিকে খোঁচা রোন🍷াল্ডোর?
কিন্তু♒ একান্তই যদি বুমরাহ তিনটি গ্রুপ ম্যাচের পরেও দলে ফিরতে না পারেন, তাহলে অযথা তাঁকে দলের সঙ্গে নিয়ে যাবে না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আগে▨ভাগেই যেই ক্রিকেটারদের খেলানো হতে পারে, তাঁদের বার্তা দেবে থিঙ্ক ট্যাঙ্ক। যাতে তাঁরাও মানসিকভাবে তৈরি থাকতে পারে খেলার জন্য।
আরও পড়ুন-‘আজকে আমরা রেফারি কিনতে পারিনি’, বাগান সচিবের খোঁচা লালহলুদকে! ISLর সূচি൲তেও অখুশি
জানা যাচ্ছে বিসিসিআইয়ের এনসিএর মেডিক্যা🎐ল টিম নিজেদের সিদ্ধান্ত নেওয়ার পরে নিউজিল্যান্ডের বিশিষ্ট চিকিৎসক রোওয়ান স্কাউটেনের পরামর্শও নেবে। এরপরই তা জানিয়ে দেওয়া হবে ভারতীয় দলকে এবং নির্বাচকদের��। আর মাত্র হাতে চার দিন রয়েছে, তার মধ্যেই আইসিসিকে ভারতের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে বিসিসিআইকে। এর আগে রোহিত শর্মা জানিয়েছিলেন, নাগপুরে প্রথম ওডিআইয়ের সময়ই তাঁরা বুমরাহর স্ক্যান রিপোর্ট পেয়ে যাবেন।
প্রসঙ্গত ইংল্যান্ড সিরিজে জসপ্রীত বুমরাহকে বাদ দেওয়া হয়। তাঁর পরিবর্তে দলে আনা হয় বরুণ চক্রবর্তী🍷কে। তবে দুবাইয়ের ফ্ল্যাট উইকেটে ২০২১ সালে ব্যর্থ হওয়ার পর ফের বরুণে ভরসা রাখা হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। প্রসঙ্গত বর্ডার গাভাসকর সিরিজে টানা বোলিং ওয়ার্কলোডের কারণে জসপ্রীত বুমরাহর চোট লাগে, যার জেরে তিনি জানুয়ারির শুরু থেকেই মাঠের বাইরে ছিলেন। ফেব্রুয়ারির ২ তারিখ তিনি পৌঁছান এনসিএতে।