ভারতীয় ক্রিকেট দল মহিলা টি২০ বিশ্বকাপের শুরুটা করেছে হার দিয়ে। এই অবস্থায় ভারতের পক্ষে সেমিতে যাওয়া বেশ কঠিনই হতে হচ্ছে আপাত দৃষ্টিতে। তবে পরের ম্যাচ থেকে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে পারলে, ক্রিকেটে অসম্ভব বলে কিছু নয়,ꦛ সেই প্রবাদই সত্যি হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে জঘন্য হারের পর এই ম্যাচ থেকে ভারতের পক্ষে ইতিবাচক কিছু খুঁজে বের করা কঠিনই ছিল টিম ম্যানেজমেন্টের পক্ষে।
ভারতীয় দলের খারাপ পারফরমেন্স-
ব্যাটিং, বোলিং থেকে ফিল্ডিং, সব বিভাগেই টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে অত্যন্ত মধ্যমানের দল মনে হয়েছে ভারতকে। গোটা দলের কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। দুবাইয়ের স্লো উইকেটেও প্রতিপক্ষ দল ১৬০ রান তুলে দিয়েছে ভারতীয় বোলারদের বিরুদ্ধে। আশা শোভানা একমাত্র বল হাতে কিছুটা কৃপন ওভার করেন। ফিল্ডিংয়ের কথা যত কম বলা যায় ততই ভালো। রিচার ক্যাচ মিস থ💦েকে রেনুকা সিং ঠাকুরের মিস ফিল্ড, দৃষ্টি কটু চিত্রের অভাব ছিল না ম্যাচে।
আরও পড়ুন-আবু ধাবিতে NB💝A গেমসে হঠাৎই দেখা! বিশ🥀্বকাপজয়ী অধিনায়করা ধরা দিলেন একই ফ্রেমে!
তবে ভারতীয় দলকে এই ไপরিস্থিতিতে থেকে ঘুরে দাঁড়াতে গেলে দ্রুত প্রয়োজন নিউজিল্যান্ড ম্যাচের হ্যাঙ্গোভার কাটিয়ে ওঠা। তাই ৫৮ রানে ম্যাচ হারের পরেই টিম ম্যানেজমেন্ট খুঁজে বার করল দলের ইতিবাচক দিক। অধিনায়ক হরমনপ্রীত কৌরকে দিয়ে ঘোষণা করা হল এই ম্যাচে ভারতীয় দলের সেরা ফিল্ডারের নাম, এরপরই সেই ক্রিকেটারকে দেওয়া হল পদক। যেমনটা পুরুষ বিশ্বকাপেও দেখা গেছে সাম্প্রতিক সময়।
আরও পড়ুন-ডোপিংকাণ্ডে বড় স্বস্তি পোগবার! কমল নির্বাসন! মার্চ মাসেই মাঠে ফিরবেন ফ🐼রাসি তারকা…
সেরা ফিল্ডারের পদক পেলেন জেমিমা-
জেম𒊎িমা রদ্রিগেজ কিউয়িদের বিরুদ্ধে তেমন রান না পেলেও ফিল্ডিংয়ে নিজের সেরাটা দেন। সেই সুবাদেই এই ম্যাচে ভারতের সেরা ফিল্ডারর পুরস্কার পেলেন তিনি। এছাড়াও অধিনায়ক হরমনপ্রীত কৌরের গলায় স্মৃতি মন্ধনা, শ্রেয়াঙ্কা প্যাতিলদের ভালো ফিল্ডিংয়েরও প্রশংসা শোনা গেল। সুজি বেটসের ক্যাচ নেন শ্রেয়াঙ্কা। স্মৃতি মন্ধনা জর্জিয়া প্লিমার এবং ব্রুক হ্যালিডের ক্যাচ নেন। একঝলকে জেমিমাকে পদক তুলে দেওয়ার সেই ভিডিয়ো-
আরও পড়ুন-‘ওর সঙ্গে অন্যায় হয়🍸েছে’, অধিনায়কত্ব বিতর্কে হার্দিকের পাশে দাঁড়াচ্ছেন ভাজ্জি…
ভারতীয় ক্রিকেট দলের পরের ম্যাচ রবিবার পাকিস্তানের বিরুদ্ধে। দ্রুত নিউজিল্যান্ড ম্যাচের হার ভুলে চিরশত্রুর বিরুদ্ধে সম্মানরক্ষার ম্যাচ থেকেই জয়ের সরণীতে ফিরতে ম🍰রিয়া টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে তিন পেসারের পরিবর্তে এক স্পিনার অতিরিক্ত খেলানোর ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। কারণ দুবাই♋য়ের পিচে, ভারতীয় পেসাররা তেমন সুবিধা করতে পারেননি।