ব্যাট হাতে ব্যর্থ হলেন জেমিমা রডরিগেজ। তবে লড়াকু ব্যাটিং অপর ভারতীয় তারকা শিখা পান্ডের। যদিও তাতে কাౠজের কাজ কিছু হয়নি। চলতি উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে নিজেদের প্রথম ম্যাচেই হারের মুখ দেখꦓতে হল ত্রিনবাগো নাইট রাইডার্সকে।
শুক্রবার ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়র লিগেღর দ্বিতীয় ম্যাচে সম্ম🐽ুখসমরে নামে হেইলি ম্যাথিউজের বার্বাডোজ রয়্যালস ও দিয়েন্দ্রা ডটিনের নেতৃত্বাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নাইট রাইডার্স। যদিও শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকায় বড় রানের ইনিংস গড়া সম্ভব হয়নি নাইট রাইডার্সের পক্ষে।
টিকেআর নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১৩ রানে আটকে যায়। সাত নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে𒆙 সব থেকে বেশি ৩০ রান করেন শিখা পান্ডে। যদিও ৩৪টি বল খরচ করেন তিনি। মারেন ৩টি চার। ক্যাপ্টেন দিয়েন্দ্রা ডটিন ২৬ বলে ২৮ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১৮ বলে ২২ রান করেন জাইদা জেমস। তিনি ৪টি♊ চার মারেন। ১১ বলে ১৬ রান করেন জেমিমা রডরিগেজ। তিনি ৩টি চার মারেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
রয়্যালসের হয়ে ৪ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট নে𒉰ন ক্যাপ্টেন হেইলি ম্ꦕযাথিউজ। এছাড়া একজোড়া করে উইকেট সংগ্রহ করেন শিনেল হেনরি ও অ্যামান্দা জেড ওয়েলিংটন। ১টি করে উইকেট নেন কিয়ানা জোসেফ ও আলিয়া অ্যালেইন।
পালটা ব্যাট করতে নেমে বার্বাডোজ রয়্যালস ১৭.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১১৬ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ♑, ১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা। ওপেন করতে নেমে দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন হেইলি ম্যাথিউজ। তিনি ৫৬ বলে ৬৭ রান করে নট-আউট থ𓂃াকেন। মারেন ১২টি চার।
চামারি আতাপাত্তু ৬ বলে ৫ রান করে আউট হন। তিনি ১টি চার মারেন। কিয়ানা জোসেফ ১৯ বলে ১৬🅺 রান করেন। তিনি ২টি চার মারেন। ১৬ বলে ১১ রান করেন আলিয়া অ্যালেইন। তিনি ১টি ছক্কা মারেন। ১টি চার ও ১টি ছক্কাওর সাহায্যে ৭ বলে ১৪ রান করে নট-আউট থাকেন লরা হ্যারিস।
নাইট রাইডার্সে🐟র হয়ে জেস জোনাসেন ২টি ও আনিসা মহম্মদ ১টি উইকেট দখল করেন। শিখা পান্ডে ৩.১ ওভারে ২৬ রা💝ন খরচ করেন। যদিও কোনও উইকেট পাননি তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা হন হেইলি ম্যাথিউজ।