দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়লেন নীতীশ রানা। শব্দবাজি ফাটানোর ফলে যে আওয়াজ হয়, তাতে কুকুররা ভয় পায় বলে সেই কাজ করতে বারণ করেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অস্থায়ী অধিনায়ক। সেইসঙ্গে বায়ুদূষণ নিয়েও সতর্ক থাকতে বলেন মানুষকে। আর সেই বার্তার জন্যই রানাকে তোপ দেগেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, ক্রিকেট ম্যাচের আগে বা পরে যখন বাজি পোড়ানো হয়, তখন কিছু মনে হয় না কেকেআর তারকার? তখন বারণ করেন না কেন? তখন তো দিব্যি বাজি পোড়ানো হয়। তাহলে দীপাবলির সময় কেন বা♔জি পোড়াতে বারণ করছেন নীতীশ? তবে অনেকেই আবার নীতীশের পাশেই দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য, কেকেআর তারকা ঠিক কথা বলেছেন।
রবিবার রাতে (ইংরেজি মতে সোমবার) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ নিজের স্ত্রী এবং পোষ্যের সঙ্গে একটি ছবি পোস্ট কཧরেন নীতীশ। সেই পোস্টে তাঁকে পোষ্যের কান ধরে চেপে থাকতে গিয়েছে। আর পোষ্যের মুখটাও কাচমাঁচু হয়েছিল। সেইসঙ্গে তিনি বলেন, ‘ভালোবাসা এবং আলো ভরিয়ে দেওয়ালির উদযাপন করছি। আমাদের পোষ্য বন্ধু-সহ সকলের জন্য এটাকে একটা আনন্দের উৎসব বানিয়ে তুলুন। শব্দ এবং বায়ুদূষণ নিয়ে সচেতন থাকুন।’
সেই টুইটের প্রেক্ষিতেই কেকেআর তারকাকে তোপ দাগতে থাকেন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, ‘যখন আপনার দল জেতে, তখনও তো আত📖সবাজি পোড়ানো হয়। আপনি কি তখন বাজি পোড়াতে বারণ করেন? নাকি মধ্যবিত্ত মানুষ যখন দিওয়ালি উদযাপন করেন, সেই সময়ের জন্যই এই দ্বিচারিতা তুলে রেখে দেন নীতীশ ভাই? আর আপ꧅নার পশুপ্রেম কি শুধুমাত্র কুকুরদের সীমাবদ্ধ থাকে? যাই হোক, শুভ দীপাবলি।’
একইসুরে এক নেটিজেন বলেন, 'নাও, আর একজন জ্ঞান দিতে চলে এলেন।' অপর এক নেটিজন আ♊বার কটাক্ষ করে বলেন, 'শুধুমাত্র দিওয়ালিতেই শব্দদূষণ এবং বায়ুদূষণ হয়।' একজন বলেন, ‘টুইটটা ডিলিট করে দিন। নাহলে কটাক্ষ শুনতে হবে।’ তবে নেটিজেনদের একাংশ নীতীশের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য, ঠিকই বলেছেন কেকেআরের অধিনায়ক।