আইপিএল জেতা দলের ১২ জনকে ফিরিয়ে আনল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গতবার কেকেআরে মোট ২৩ জন খেলোয়াড় ছিলেন। মেগা নিলামের আগে ছ'জনকে রিটেন করেছিল। আরও ছ'জনকে নিলাম থেকে নিয়েছে। সেইসঙ্গে কিছুটা 'সারপ্রাইজ প্যাকেজ' হিসেবে বাঁ-হাতি পেসার স্পেনসার জনসনকে নিয়েছে কেকেআর। সাধারণত নাইট বাহিনী 'সারপ্রাইজ প্যাকেজ' হিসেবে স্পিনারকে নিয়ে থাকে। কিন্তু এবার অন্য পথে হেঁটেছে। অস্ট্রেলিয়ার যে স্পেনসারকে নিয়েছে, তিনি মারাত্মক জোরে বল করতে পারতেন। আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন না হলেও তিনি চমক দিতে পারে🌺ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষত তাঁকে নিয়ে অত্যন্ত আশাবাদী কেকেআরের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান।
কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের পুরো তালিকা
১) রিঙ্কু সিং: ১৩ কোটি টাকা।
২) বরুণ চক্রবর্তী: ১২ কোটি টাকা।
৩) সুনীল নারিন: ১২ কোটি টাকা।
৪) আন্দ্রে রাসেল: ১২ কোটি টাকা।
৫) হর্ষিত রানা: ৪ কোটি টাকা।
৬) রামনদীপ সিং: ৪ কোটি টাকা।
৭) বেঙ্কটেশ আইয়ারꦺ: ২৩.৭৫ কোটি টাকা (বেস প্রাইস ২ কোটি টাকা)।
৮) এনরিখ নরকিয়া:𝔉 ৬.৫ কোটি টাকা (বেস প্রাইস ২ কোটি ট𒀰াকা)।
৯) কুইন্টন ডি'কক: ৩.৬ কোটি টাকা (বেস প্🌳র𓃲াইস ২ কোটি টাকা)।
ღ১০) অংকৃষ রঘুবংশী: ৩ কোটি টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা)🌟।
১১) রহমানউল্লাহ গুরবা🌌জ: ২ কোটি টাকা (বেস প্রাইস ২ কোটি টাকা)।
১২) বৈভব অরোরা: ১.৮ কোটি টাকা (বেস প্রা🐻ইস ৩০ লাখ টাকা)।
১৩) র💎োভম্যান পাওয়েল: ১.৫ কোট🌟ি টাকা (বেস প্রাইস ১.৫ কোটি টাকা)।
১৪) মায়াঙ্ক মারকাণ্ডে: 𓆏৩✨০ লাখ টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা)।
১৫) মণীশ পাণ্ডে: ৭৫ লাখ টাকা (বেস প্রাইস ৭৫ ল♏াখ টাকা)।
১৬) স্পেনস🐻ার জনসন: ২.৮ কোটি টাকা 🃏(বেস প্রাইস ২ কোটি টাকা)।
১৭) অজিঙ্কা রাহানে: ১.৫ কোটি টাক🀅া (বেস প্রাইস ১.৫ কোটি টাক🍌া)।
১৮) লাভনীন্থ সিসোদিয়া: ৩০ ল💞াখ টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা)।
১৯) মইন আলি: ২ কোটি টাকা (বেস প্রাইস ২ 🐈কোটি টাকা)।
২০) অনুকূল রায়: ৪০ লাখ টাকা (বেস 🔯প্রাইস ৩০ লাখ টাকা)।
২১) উমরান মালিক: ৭৫ লাখ টাকা (বেস প্রাইস ৭৫ লা🌠খ টাকা)।⛎
KKR-র সম্ভাব্য প্রথম একাদশ
কুইন্টন ডি'কক/রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, অংকৃষ রঘুবংশী/মণীশ পান্ডে, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে ඣরাসেল, রামনদীপ সিং, হর্ষিত রানা, এনরিখ নরকিয়া, বৈভব অরোরা/মায়াঙ্ক মারকাণ্ডে/অনুকূল রায় এবং বরুণ চক্রবর্তী।
২০২৪ সালে কেকেআর খেলোয়াড়দের তালিকা
ফিল সল্ট, মণীশ পান্ডে (ফিরলেন), রিঙ্কু সিং (রিটেনশন), শ্রেয়স আইয়ার, অনুকূল রায় (ফিরলেন), সুনীল নারিন (রিটেনশন), কেএস ভরত, আল্লাহ গজনফর, দুষ্মন্ত চামিরা, মি❀চেল স্টার্ক, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী (রিটেনশন), অংকৃষ রঘুবংশী (ফিরলেন), নীতীশ রানা, শেরফান রাদারফোর্ড, আন্দ্রে রাসেল (রিটেনশন), রামনদীপ সিং (রিটেনশন)𓆏, বেঙ্কটেশ আইয়ার (ফিরলেন), রহমানউল্লাহ গুরবাজ (ফিরলেন), চেতন সাকারিয়া, হর্ষিত রানা (রিটেনশন), সাকিব হুসেন এবং বৈভব অরোরা (ফিরলেন)।