ঋষভ পন্তের এখনও রিহ্যাব চলছে। যে কারণে ভারতীয় ক্রিকেট টিম ম্যানেজমেন্ট বিভিন্ন ফর্ম্যাটে উইকেটকিপিং দায়িত্বের জন্য কেএল রাহুল, ইশান কিষাণ এবং কেএস ভরতের উﷺপর নির্ভর করে রয়েছে।
ভরতকে মূলত টেস্টে টিমের জন্য উইকেটকিপার-ব্যাটার হিসাবে দলে বেশ🌠ি পছন্দ টিম ম্যꩲানেজমেন্টের। আর উল্টোদিকে রাহুল এবং ইশান সাদা-বলের ক্রিকেটে উইকেটরক্ষক-ব্যাটারের ভূমিকা পালন করছেন।
তবে এই বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ে ইশানের টেস্ট অভিষেক হয়েছিল। এবং ১-০-তে সিরিজটি জিতেছিল ভারত। তবে সেই সিরিজে ভরত সুযোগ পানন🀅ি। রিজার্ভ বেঞ্চেই বসে থাকতে হয়েছিল তাঁকে।
এর পর বিশ্বকাপের সময়ে রাহুল পুরোপুরি ফিট এবং উপলব্ধ থাকায় দক্ষিণ আফ্রিকা সফরের দলে ইশানের পাশাপাশি উইকেটরক্ষক হিসাবে রাহলকে দলে রেখেছেন নির্বাচকেরা। টেস্ট ক্রিকেܫটে রাহুলের দ্বৈত ভূমিকা নিঃসন্দেহে দলের সুবিধেকেই কাজে লাগাতে চান তাঁরা🌳।
যাইহোক, প্রাক্তন ভারতের পেসার ডোড্ডা গণেশ অতিরিক্ত দায়িত্বের বোঝা রাহুলে💎র কাঁধে চাপানোতে খুশি নন। এবং দলকে তিনি পরামর্শ দিয়েছেন যে, তাঁকে টপ অর্ডারে তিনি সম্পূর্ণ ব্যাটার হিসাবেই খেলতে দেখতে চান।
বিসিসিআই টেস্ট স্কোয়াড প্রকাশ করার পর গণেশ এক্সে (পূর্বে টুইটারে) লিখেছেন, ‘কেএল রাহুল টেস্টে উইকেটকিপার হিসাবে থাকবেন? ওপেনিং না করলে💧 অন্তত তিনে ব্যাট করা উচিত। উনি খুব ভালো ব্যাটসম্যান। উইকেট কিপিং করার পাশাপাশি ওঁকে ৬ বা ৬-এ ঠেলে দেওয়ার মতো নয়। আশা করি, আরও ভালো ভাবে এই বিষয়টি নিয়ে ভাবা হবে এবং কেএল পুরোপুরি ব্যাটার হিসেবে খেলতে পারবেন।’
ভারত দুই ꧃টেস্টের জন্য একটি ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের সাদা বলের দলে রদবদল হলেও, লাল বলের দলে তেমন কোনও বদল করেনি বোর্ড। রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিয়ে পূর্ণশক্তির দলই যাচ্ছে সে দেশে। সাদা বলের ক্রিকেটে না থাকলেও টেস্টে রোহিতই অধিনায়ক। সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ।
বিশ্ব টেস্ট চ্যা🍨ম্পিয়নশিপের কথা মাথায় রেখে টেস্ট দলে কোনও পরীক্ষা নিরীক্ষা করতে চায়নি টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞ ক্রিকেটারেরা প্রায় সবাই রয়েছেন। তা ছাড়া আরও কয়েকজন নতুন ক্রিকেটারকেও সুযোগ দেওয়া হয়েছে। মহম্মদ শামিকে সাদা বলের ক্রিকেটে না রাখা হলেও লাল বলের ক্রিকেটে দলে রাখা হয়েছে। কিন্তু তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বোর্ড জানিয়েছে, এখন শামির চিকিৎসা চলছে। তিনি সুস্থ হলে তবেই খেলতে পারবেন। সূত্রের খবর, শামির গোড়ালিতে চোট রয়েছে। এখন মুম্বইয়ে তাঁর চিকিৎসা চলছে। টেস্ট সিরিজের আগে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ, লোকেশ রাহুল, রꦡবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, প্রসিধ কৃষ্ণ।