আরসিবিতে কি আগামী বছরের আইপিএলে খেলতে চলেছেন লোকেশ রাহুল, হঠাৎই সেই জল্পনা চরমে। নিজেই সে🐽ই জল্পনা বাড়িয়ে দিলেন ভারতীয় দলের এই ক্রিকেটার। আসলে এবারের আইপিএলের সময়ই দলের খারাপ পারফরমেন্সের জন্য🍰 সরাসরি লোকেশ রাহুলকে দায়ি করে মাঠের মধ্যেই ব্যাপক বকাবকি করেছিলেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
একজন অধিনায়কের পক্ষে বন্ধ ঘরে সেই বকাঝকা মেনে নেওয়া গেলেও, সবার সামনে মাঠের ভিতর এমন অপমান মেনে নেওয়া কঠিনই ছিল এলএসজি অধিনা﷽য়ক লোকেশ রাহুলের ক্ষেত্রে। খেলার হার জিত থাকতেই পারে, কিন্তু তাই বলে দল প্লে অফে না উঠতেই যে তাঁকে এমন বকাঝকা করবেন মালিক,সেটা বুঝতেই পারেননি রাহুল। এই আবহেই এবার রাহুলের এক ভিডিয়ো ভাইরাল হল, যেখানে তাঁর বক্তব্যেই ধোঁয়াশা তৈরি হল এলএসজিতে থাকা নিয়ে।
আরও পড়ুন-আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন♛ ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত?
যদিও আইপিএলে সানরাইজার্সের বিরুদ্ধে সেই ম্যাচের পর অনেক জল গড়িয়েছে। সঞ্জীব গোয়েঙ্কাও রাহুলকে ডেকে বিষয়টি মিটমাট করে নিয়েছেন। এরপর কলকাতায় এসেও গোয়েঙ্কা হাউসে বৈঠক করে𓃲 গেছেন এলএসজি অধিনায়ক। সম্প্রতি দলের নবনিযুক্ত মেন্টর জাহির খানকে লোকেশ রাহুলকে নিয়ে প্রশ্ন করা হলেও তিনি জানিয়েছিলেন রাহুল তাঁদের পরিবারেরই সদস্য। এই আবহেই রাহুলের এক ভিডিয়ো সামনে এসেছে, সেখানে আরসিবি ফ্যানকে উত্তর দিতে গিয়ে কর্ণাটকের ছেলের কয়েকটি কথাই জল্পনা বাড়িয়েছে।
আরও পড়ুন-ডেভিস কাপে চাপে ভারত! প্র😼থম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! সুইডেন ২, ভারত ০
আরসিবির এক ফ্যান সেখানে লোকেশ রাহুলকে উদ্দেশ্য করে বলেন, আগামী মরশুমে তিনি চান তার প্রিয় দলেই যেন লোকেশ র🦋াহুল খেলেন। প্রসঙ্গত কর্ণাটকের ক্রিকেটার লোকেশ রাহুল, নিজের কেরিয়ারের শুরুর দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলেছিলেন। এরপর তিনি পঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেন। ভক্তের মুখে সেই আর্জি শোনার পর তা উড়িয়ে না দিয়ে এলএসজির অধিনায়ক এমন কথা বলে বসেন, যাতে তার ঘরে ফ💝েরার জল্পনা আরও বেড়ে যায়।
আরও পড়ুন-জার্সি-টিফোয় নায়ক বরণ! ৯০০ গোলের জন্য রোনাল্ডোকে ভালোবাসায় ভরালে🍸ন ক্🌜লাবের সমর্থকরা…
সেই ভিডিয়োতে লোকেশ রাহুলকে পাল্টা সেই ভক্তের উদ্দ্যেশে বলতে শোনা যায়, ‘লেটস হোপ সো (অর্থাৎ আশা করা যাক) ’। কোথাও গিয়ে রাহুলের মধ্যেও কি তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাটের পাশে ফেরার সুপ্ত বাসনা রয়েছে, এই প্রশ্নই জোরদার হয়েছে। যদিও ভুলে গেলে চলবে না, দক্ষিণ ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারের ওপর কিন্🅷তু চোখ রয়েছে চেন্নাই সুুপার কিংসেরও। কারণ ঋষভ পন্ত দিল্লি না ছাড়🌜লে, আর মহেন্দ্র সিং ধোনি যদি ফুল ফিট না হল সেক্ষেত্রে সিএসকের এমন একজন উইকেটরক্ষক প্রয়োজন যিনি দলকে জেতাতে সক্ষম, সেক্ষেত্রে রাহুল ভালো পছন্দ হতেই পারেন।