মহম্মদ এনান ও কেপি কার্তিকেয়ার যুগলবন্দিতে অস্ট্রেলিয়াকে সিরিজের প্রথম যুব ওয়ান ডে ম্যাচে দাপটের সঙ্গে পরাজিত করে ভারত। শনিবার পুদুচেরি ক্রিকেট অ্যা🔥সোসিয়েশন স্টেডিয়ামে ৩ ম্যাচের সিরিজের প্রথম যুব ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে নামে ভারত ও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা ৪৯.৪ ওভারে মাত্র ১৮৪ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ৪২ রান করেন স্টিভ হগান। ৯৪ বলের ধীর ইনিংসে তিনি মোটে ২টি চার মারেন। ৩৮ বলে ৩৬ রান করেন ওপেনা𝐆র রাইলি কিংসেল। তিনি ৭টি চার মারেন।
১০ নম্বরে ব্যাট করতে নেমে ৩১ বলে ২৯ রান করেন থমাস ব্রাউন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ২০ বলে ১৭ রান করেন জ্যাকﷺ কার্টন। তিনিও ১টি চার ও ১টি ছক্কা মারেন। ৩১ বলে ১৬ 🐈রান করেন হেডেন শিলার। তিনি ১টি চার মারেন। এছাড়া সাইমন বাজ ১০, অ্যাডিসন শেরিফ ১, আইদান ও'কনর ২, ওলি প্যাটারসন ৭, লিঙ্কন হবস ৮ ও বিশ্ব রামকুমার ৭ রানের যোগদান রাখেন।
ভারতীয় যুব দলের হয়ে ১০ ওভারে ৩২ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন মহ𝓀ম্মদ এনান। ৯ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট নেন কেপি কার্তিকেয়া। ১টি করে উইকেট নেন সামর্থ নাগরাজ, চেতন শর্মা, হার্দিক রাজ ও কিরণ। উইকেট পাননি নিখিল কুমার।
পালটা ব্যাট করতে নেমে ভারত ৩৬ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৮৪ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে ভারতཧীয় যুব দল। দাপুটে হাফ-সেঞ্চুরি করেন কেপি কার্তিকেয়া ও ক্যাপ্টেন মহম্মদ আমন।