চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে শুরুটা দারুণ করেছে ভারতীয় দল। এবার নিজেদের পরের ম্যাচে রবিবার পাকিস্তানের চ্যালেঞ্জের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তবে এর আগে প্রধান কোচ গৌতম গম্ভীরকে বিশেষ পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলে। প্রকৃতপক্ষে, অনিল কুম্বলে চান ভারতীয় দলের প্রধান কোচ, রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো সিনিয়র খেলোয়াড়দের ভবিষ্যতের বিষয়ে এবার সিদ্ধান্🤡ত নিন গৌতম গম্ভীর। ভারতের প্রাক্তন কোচের দাবি, গম্ভীরকেই 🎀কঠিন সিদ্ধান্ত নিতে হবে গৌতিকে। তিনি মনে করেন, তারকা প্লেয়ারদের থেকে সরে এবার নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার সময় হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ধর্ম নিয়ে বাজে ভাবে ট্রোলড হতে হয়েছে… সেই প্রসঙ্গে অবশেষে মুখ খুল𒀰লেন শামি
‘আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতুন বা হারুন, আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে…’
অনিল কুম্বলে চান ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ওডিআই বিশ্বকাপ ২০২৭-এর আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন, ☂কারণ এই টুর্নামেন্টে আর মাত্র ২ বছর বাকি। এছাড়াও, প্রাক্তন লেগ স্পিনার বিশ্বাস করেন যে, রোহিত শর্মা,🧸 বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ শামির মতো সিনিয়র খেলোয়াড়দের জন্য এই চ্যাম্পিয়ন্স ট্রফি খুবই গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টের পর ভারতীয় দলে বড় পরিবর্তন আসতে পারে। অনিল কুম্বলে বলেছেন যে, ‘আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতুন বা হারুন, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার সিদ্ধান্ত নিতে হবে।’
আরও পড়ুন: গিলের🐎 শতরানের জন্য নিজের হাফসেঞ্চুরি✤ বলি দেন কেএল, যদি হার্দিক হতেন… নেটপাড়ায় পুরনো আতঙ্ক
তাঁর মতে, ‘এটা একজন কোচের জন্য খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কারণ এবার কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গিয়েছে। কিংবদন্তি প্লেয়ারদের থেকে সরে নতুন 𝓀প্রজন্মতে মনোনিবেশ করতে হবে। তবে এই সব কঠিন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচের। এই টুর্নামেন্ট সিনিয়রদের ভাগ্য গড়ে দেবে। ভারতীয় দলকে কোথায় কী পরিবর্তন করতে হবে, সেটাও বলে দেবে। হার, জিত ❀যাই হোক না কেন, এই কঠিন সিদ্ধান্তগুলো দ্রুত নিতে হবে। সাদা বলের ক্রিকেটে এবার ভবিষ্যতের কথা ভাবতে হবে। বিশেষ করে ২০২৭ বিশ্বকাপের কথা।’
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট, জাহি💫রের নজির ভাঙার পাশাপাশি বিশ্বরেকর্ডও গড়েছেন শামি
‘ওডিআই বিশ্বকাপ ২০২৭ এর প্রস্তুতি শুরু করা উচিত...’
অনিল কুম্বলে বলেছেন যে, ‘যে কোনও বিশ্বকাপে এমন একটা দল করার চেষ্টা করা হয়, যারা একসঙ্গে ২০-২৫ টা 🙈ম্যাচ খেলেছে। তবেই পরিস্থিতি বোঝা যায়। কার ওপর ভরসা রাখা যায়, সেটা জানা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে বিশ্বকাপের ভাবনা শুরু করে দেওয়া উচিত। সিনিয়রদের কি প্রয়োজন? নাকি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জুনিয়রদের উপর ভরসা রাখা উচিত? এই প্রশ্নের জবাব গম্ভীরকে জানতে হবে। ওর হাতে অনেক তরুণ প্লেয়ার আছে। তাই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। বিশ্বকাপের এখনও দু'বছর বাকি। নতুন প্লেয়ারের সেটকে একসঙ্গে খেলতে হবে। ওদেরও ব্যাটিং অর্ডার, ম্যাচ সিচুয়েশন এবং ট্যাকটিক্স বুঝতে হবে।’