আইসিসি ক্রমতালিকায় পুরুষদের মধ্যে অলরাউন্ডার হিসেবে সবার ওপরে উঠে এলেন ইংল্যান্ডের ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। কয়েকদিন আগেই টি২০ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচে রান পেয়েছিলেন তিনি। একটি ম্যাচে অর্ধশতরানও ছিল তাঁর। সেই সুবাদেই অস্ট্রেলিয়ারই এক ক্রিকেটারকে টপকে অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে উঠে আসলেন ইংল্যান্ডের 🌱এই মিডল অর্ডার ব্যাটার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে ৪৭ বলে ৮৭ রান করেছিলেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। সেই ম্যাচ জিতিয়ে সেরার পুরস্কারও🉐 পেয়েছিলেন। এছাড়াও বল হাতে প্রথম টি২০ ম্যাচে নিয়েছিলেন ২২ রানে তিন উইকেট। সেই ম্যাচে ইংল্যান্ড হারলেও ব্যাট হাতে ২৭ বলে ৩৭ রান ছিল তাঁর। এই অলরাউন্ড পারফরমেন্সের সৌজন্যেই সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন এই ইংরেজ অলরাউন্ডার।
আরও পড়ুন-Rohit Sharma- ‘অনেক ক্রিকেটারকে🦋 দেখি অবসর নিয়ে আবার খেলতে আসে, আমি সেরকম নয়’, আফ্রিদিদের খোঁচা রোহিতের…
🙈 এই মূহূর্তে লিয়াম লিভিনস্টোনের আইসিসি রেটিং ২৫৩ পয়েন্ট। সেই সুবাদেই তিনি অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে উঠেছেন। এটাই তাঁর কেরিয়ারের সেরা ক্রমতালিকায় রেটিংয়ের নিরিখে উত্থান। তাঁর পিছনে রয়েছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টইনিস,তিনি অবশ্য পিছিয়ে রয়েছেন ৪২ পয়েন্টে। জিম্বাবোয়ের সিকান্দার রাজা (২০৮) এবং বাংলাদেশের শাকিব আল হাসান (২০৬) রয়েছেন যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে।
আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় ১৭ ধাপ উঠে ৩৩ নম্বরে এসেছেন লিভিংস্টোꩲন। জোস ইংলিস ঢুকে পড়েছেন প্রথম দশে। টি২০তে ব্যাটারদের তালিকায় নিজের শীর্ষস্থান বজায় রেখেছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপোর ট্রাভিস হেড। বিশ্বকাপ না জিতলেও তিনি সূর𝔍্যকুমারকে টপকে শীর্ষে রয়েছেন।
আরও পড়ুন-China Open- ব্যাডমিন্টনে বিশ্বের ৭ নম্বরকে হারিয়ে চমক মালভিকার! পরাস্ত অলিম্পিক্স♔ পদকজয়ী টুংজুং…
দলগত বিভাগে সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকাতে এক নম্বর টি২০ দল হিসেবে সবার ওপরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। শুধু টি২০ ফরম্যাটেই নয়, ওডিআইতেও শীর্ষ রয়েছে রোহিত শর্মার ভারতই। টেস্টে ১২০ রেটিং নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে, ৪ পয়েন্টে এগিয়ে থেকে এই ফরম্যাটে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। টি২০তে ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব, চতুর্থ স্থানে যশস্বী জয়ওয়াল এবং নবম স্থানে রুতুরাজ গায়েকওয়াড়। অলরাউন্ডারদের মধ্✨যে টি২০তে সাত নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন-‘কি হচ্ছে না হচ্ছে, কিছুই বুঝিনি! স্কোর൩বোর্ড না দেখেই ব্যা𒉰ট করতে নেমেছিলাম’! T20 বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণায় অক্ষর…
বোলিংয়ে অনরিখ নরকিয়াকে টপকে গেছেন অ্যাডাম জাম্পা, ফলে টি২০ ফরম্যাটে বোলারদের তালিকায় প্রথম ছয়ের মধ্যে প্রত্যেকেই এখন স্পিনার। টি২০ ফরম্যাটে বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের আদিল রাশিদ, তাঁর রেটিং ৭২১। অ্যাডাম জাম্পা ৬৬২ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ১ পয়েন্ট বেশি নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে। রশিদ খান রয়েছেন দ্বিতী🍬য় স্থানে, তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, চতু্র্থ স্থানে ওয়েস্ট ইন্ডিজেরই গুড়াকেশ মোতি।