🍸 শুভব্রত মুখার্জি:- ধরমশালাতে পঞ্চম টেস্টে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। তবে ধরমশালা টেস্টে জিতে তারা ডব্লুটিসিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিতে চায়। এবার ধরমশালা টেস্ট শুরুর আগে পঞ্চম টেস্টের ২২ গজ নিয়ে নিজের মতামত জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাঁর মতে উইকেট দেখে মনে হচ্ছে অত্যন্ত পাটা উইকেট। আর সেই কারণেই ধরমশালাতে অনুষ্ঠিত হতে চলা পঞ্চম টেস্টে ইংল্যান্ড দল যে অতিরিক্ত পেসার খেলাচ্ছে না সেকথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি।
𒐪বছরের এই সময়ে ধরমশালাতে যে ঠান্ডা থাকার কথা, এইব ছর তার তুলনায় বেশিই ঠান্ডা রয়েছে। ফলে উইকেট থেকে পেসাররা সাহায্য পেতে পারেন বলেও মনে করা হয়। তবে ধরমশালার ২২ গজে এবার কোন ঘাস রাখা হয়নি। সম্পূর্ণ ঘাস ছেঁটে ফেলা হয়েছে। ফলে পেসাররা আদতে কতটা সাহায্য পাবেন তা নিয়ে প্রশ্ন থাকছেই।
﷽তবে পেসাররা সাহায্য পান বা না পান উইকেট দেখে ইংল্যান্ড ব্যাটাররা যে সন্তুষ্ট তা স্পষ্ট হয়ে গেল বেন স্টোকসের কথাতেই। ধরমশালা টেস্টের একদিন আগেই ইংল্যান্ড তাদের একাদশ ঘোষণা করে দিয়েছে। দলে একমাত্র পরিবর্তন বলতে ওলি রবিনসন বাদ পড়েছেন। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন মার্ক উড।
😼ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বেন স্টোকস। তিনি জানিয়েছেন, ‘আমরা ধরমশালা আসার অনেক আগে থেকেই ভাবছিলাম যে এখানকার উইকেট হয়ত তিনজন সিমার এবং একজন স্পিনারকে খেলানোর উইকেট হবে। আমরা এরপর এখানে পৌঁছে উইকেট দেখি। তারপর আজকেও উইকেট দেখেছি। আমার যেটা মনে হয় এই উইকেটে দুই স্পিনার এবং দুই পেসারকে খেলানোটাই সঠিক সিদ্ধান্ত হবে।’
𝕴স্টোকস আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম ধরমশালার ২২ গজে আরো বেশি ঘাস থাকবে। তাই দুই সিমার খেলানোর পরে দলে ব্যাশ (শোয়েব বশির) এবং টম (হার্টলে) খুব ভালো একটা মিশ্রণ দেয় আমাদের বোলিং অ্যাটাককে। তাই যখন আমরা নিশ্চিত থাকি না যে টেস্ট যত এগোবে পিচ কিভাবে ব্যবহার করবে তখন এই বোলিং অ্যাটাক সেরা বলেই আমাদের মনে হয়।’
♈আরও পড়ুন:- Ranji Trophy 2024: ফের রঞ্জি ফাইনালে একই রাজ্যের ২টি দল, ফিরল ৫৩ বছর আগের ইতিহাস
🐲ব্রিটিশ দলনায়ক সঙ্গে যোগ করেন, '৩-১ ফলে আমরা পিছিয়ে রয়েছি। তাই মনে হতেই পারে আমরা সাফল্য পাইনি। তবে আমি অন্যভাবে দেখি বিষয়টা। আমরা দল হিসেবে অনেকটা উন্নতি করেছি। যে ফলাফল আমরা চেয়েছিলাম তা পাইনি ঠিক। দেখুন ৩-২ তো ৩-১ বা ৪-১'র থেকে শুনতেও ভালো লাগে তাই না! তাই শেষ টেস্ট জেতার জন্য আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাব।'