⭕ মঙ্গলবারই ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআইয়ের নির্বাচকরা। এই দলকেই আগামী টি২০ বিশ্বকাপের সেরা স্কোয়াড হিসেবে মনে করেছেন নির্বাচকরা। রোহিত শর্মার সঙ্গে দীর্ঘ আলোচনার পরই এই দল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচকরা অবশ্যই তাঁদের মত দিয়েছেন, তবে রোহিতের সঙ্গেও তাঁরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা সেড়ে নিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি২০ বিশ্বকাপে ভারতের উইকেটরক্ষক কে হবেন, সেই নিয়ে চূড়ান্ত নাটক চলেছে শেষ কয়েকদিনে। কেউ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে চাইছিলেন তো আবার রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে কেউ নিজের পছন্দের স্কোয়াডে রাখছিলেন। এরই সঙ্গে জোর লড়াইয়ের ছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলও। তাঁরও একাধিক সুবিধা ছিল, প্রথমত তিনি ওপেনিংয়েও খেলতে পারেন, দ্বিতীয়ত তিনি মিডল অর্ডারেও খেলতে পারেন।
♐ওপেনিংয়ে রোহিত, বিরাট, যশস্বী থাকায় সেই স্লট তাঁর জন্য বন্ধ ছিল। এদিকে মিডল অর্ডারে ঋষভ পন্তও খেলতে পারেন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মহম্মদ শামির অনুপস্থিতিতে দুজনকে পাঠাতে চাইছিলেন নির্বাচকরা। সেই কারণে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়াও সুযোগ পান। এদিকে হার্দিক বরাবরই মিডল অর্ডারে নামেন। ফলে বিশ্বকাপের স্কোয়াডে রাহুলের প্রয়োজন বোধ করেনি নির্বাচকরা। এরপরই দলের অধিনায়কের পাশে দাঁড়াল এলএসজি।
𝔉ভারতীয় দলে ঘোষণার পরই লখনউ সুপার জায়ান্টসের এক্স হ্যান্ডেলের ক্যাপ্টেনের সমর্থনের একটি পোস্ট করা হয়। তাতে লেখা রয়েছে, ‘ প্রথম থেকেই তুমি আমাদের এক নম্বর’। অর্থাৎ ভারতীয় দলে রাহুল প্রথম দুই উইকেটরক্ষক বা ১৫জন ক্রিকেটারের মধ্যে সুযোগ বা পেলেও আইপিএলে রাহুলের ফ্র্যাঞ্চাইজি যে তাঁর পাশে রয়েছে, সেকথা বুঝিয়ে দিয়েছে লখনউ।
💖আইপিএলে লখনউ অধিনায়ক ব্যাট হাতে ৯ ম্যাচে করেছেন ৩৭৮ রান। স্ট্রাইক রেট ১৪৫
🧜রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন করেছেন ৯ ম্যাচে ৩৮৫ রান, স্ট্রাইক রেট ১৬১
ꦚদিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত করেছেন ১১ ম্যাচে ৩৯৮ রান, স্ট্রাইক রেট ১৫৮
🔴তিন ক্রিকেটারের মধ্যে ব্যাটে রান যেমন ঋষভ পন্তের বেশি, তেমনই উইকেটের পিছনেও তিন জনের মধ্যে বেশি শিকার তাঁরই। এবারের আইপিএলে ১১টি ক্যাচের পাশাপাশি ৩টি স্টাম্প করেছেন পন্ত। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে টি২০ ফরম্যাটে রানের দিক থেকে অনেটাই এগিয়ে লোকেশ রাহুল। ৭২ ম্যাচে করেছেন ২২৬৫ রান। সেখানে পন্ত করেছেন ৬৬ ম্যাচে মাত্র ৯৮৭ রান। এই তালিকায় সঞ্জু অনেকটাই পিছনে রয়েছে। আন্তর্জাতিক টি২০তে ২৫ ম্যাচে ৩৭৪ রান করেছেন তিনি।