চোটের কারণে আইপিএলে টানা পাঁচটি ম্যাচ খেলতে পারেননি মায়াঙ্ক যাদব। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ফিরলেও, ফের চোটের কবলে পড়েন 🌺তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে পুরো ওভার বলও করতে পারেননি মায়াঙ্ক। নিজের শেষ ওভারের প্রথম বলটি করেই মাঠ ছাড়েন তিনি। জানা গিয়েছে, একই জায়গায় তলপেটে আবার চোট লেগেছে তাঁর।
গতির জাদুতে মুগ্ধ করেছেন মায়াঙ্ক
২০২৪ আইপিএলে মায়াঙ্ক কিন্তু বল হাতে সকলকে মুগ্ধ করেছেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ১৫৫.৮ কিলোমিটার গতিবেগে বল করে আলোচনায় উঠে এসেছিলেন মায়াঙ্ক। পরের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৫৬.৭ কিলোমিটার বেগে বল করে নজির গড়েন। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন মায়াঙ্ক চোট পান এবং মাত্র এক ওভার বল করার পর মাঠ ছাড়েন তিনি। এর পর মঙ্গল🤪বার মুম্বইয়ের বিপক্ষে ম্যাচে প্রত্যাবর্তন করলেও, ফের চোটের কারণে ৩.১ ওভার বল করে উঠে যান। দেন ৩১ রান। কথা উঠেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁকে রাখা বিষয়েও। কিন্তু এই চোট তাঁর কাছে বড় অভিশাপ হয়ে গিয়েছে যেন।
আরও পড়ুন: নেতৃত্ব ফিরে পেয়েই ICC T20I Rankings-এ বড় লাফ দিলেন বাবর, স🍷ূর্য ধরে রাখলেন এক নম্বর জায়গা
আইপিএলের বাকি ম্যাচে অনিশ্চিত
বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই জানি🍸য়েছে, ‘মায়াঙ্কের চোট গুরুতর। তবে ওর গ্রেড-১ ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি। এর থেকে সেরে উঠতে বেশি সময় ল🎶াগার কথা নয় ঠিকই, তবে বর্তমানে আইপিএলের লিগ পর্বের বাকি ম্যাচগুলোতে মায়াঙ্কের খেলা নিয়ে সংশয় রয়েছে। লখনউ সুপারজায়েন্টস যদি প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারে, তবে মায়াঙ্ক নকআউটের ম্যাচের জন্য উপলব্ধ হতেও পারে। মোদ্দা কথা, এই মুহূর্তে তিনি বাকি আইপিএল গেমগুলির জন্য অনিশ্চিত।’
মায়াঙ্ককে বোলিং চুক্তি দিতে পারে বিসিসিআই
মায়াঙ্ক চোটের আগে আইপিএলে যেরকম পারফরম্যান্স করেছেন, তাতে দিল্লির এই ২১ ܫবছর বয়সী ফাস্ট বোলারকে পুরস্কৃত করতে পারে বিসিসিআই। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে (বিসিসিআই) উঠতি প্রতিভা উমরান মালিক, বিদওয়াথ কাভেরাপ্পা, বিশাক বিজয়কুমার, যশ দয়াল এবং আকাশদীপের সঙ্গে মায়াঙ্ককে পেস বোলিং চুক্তির প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এই চুক্তির পর, মায়াঙ্ক ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) এর স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিকেল টিমের তত্ত্বাবধা꧟নে থাকবেন, যারা তাঁর চোট থেকে সারিয়ে তোলার এবং ফিটনেসের দায়িত্ব নেবে।
আরও পড়ুন: ম্যাচ চলাকা𓆉লীনই রোহিতেꦐর হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত, ভাইরাল হল সেই ভিডিয়ো