শনিবাসরীয় দুুপুরে এক অদ্ভূত ঘটনার সাক্ষী থাকল কোটলা। আইপিএলের ২০২৪-এর ৪৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। ম্যাচের মাঝেই রোহিত শর্মা একটি বোকাট্টা হওয়া ঘুড়ি ঋষভ পন্তের হাতে তুলে দেন। সেই ঘুড়ি নিয়ে একেবারে ✤ছেলেমানুষের মতো মেতে ওঠেন ঋষভ। দেখে কে বলবেন, তিনি দিল্লি ক্যাপিটালসের ম𝕴তো দলের নেতৃত্ব সামলাচ্ছেন।
পন্তের ছেলেমানুষী
এদিনের ম্যাচে প্ღরথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস ৪ উইকেটে ২৫৭ রান করে। এর পর যখন মুম্বই ইন্ডিয়ান্স ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নামে, সেই সময়ে ঘটে ঘটনাটি। প্রথম ওভারের চতুর্থ বলের ঠিক আগে কোথা থেকে একটি ঘুড়ি কেটে এসে পড়ে মাঠের মধ♐্যে।
আরও পড়ুন: KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ে♔র পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদ🌊েশি
তখন রোহিত শর্মা ব্যাট করছিলেন। তিনি প্রথমে ঘুড়িটি পেয়ে, ঋষভের হাতে তুলে দেন। আর ঘুড়িটা পেয়েই বাচ্চাদের মতো পন𒁏্ত সেটি ওড়ানোর চেষ্টা করতে থাকে। পন্তের কাণ্ড দেখে, আম্পায়ার শেষ পর্যন্ত ঘুড়িটি নিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। এই মজার ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আইপিএলের ইতিহাসে দিল্লি নিজেদের সবচেয়ে বড় স্কোর করেছে
এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নꦬিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠানোটাই কি বুমেরাং হয়ে গেল? এদিন দিল্লির হয়ে ওপেন করতে নেমে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক মুম্বইয়ের কোনও বোলারকে বাদ দেননি। এমনকী জসপ্রীত বুমরাহকেও মাঠের বাইরে পাঠাতে পিছপা হননি। তাঁর ঝোড়ো ব্যাটিংয়েই পাওয়ার প্লে-তে ৯২ রান করে ফেলে দিল্লি। যেটি তাদের প্রথম ছয় ওভারে সর্বোচ্চ রান।
আরও পড়ুন: ইডেনে এল জিত, কিন্তু হেরে গেলে কেমন মুড থাকে মালকিন প্রীতি 𒊎জিন্টার, জানালেন পঞ্জাব প্রাক্তনী
তবে এদিন প্রায় নিশ্চিত শতরাജন হাতছাড়া করেন ম্যাকগার্ক। ২৭ বলে ঝোড়ো ৮৪ করে তিনি আউট হয়ে যান। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ছ'টি ছক্কায়। স্ট্রাইক রেট ৩১১.১১। আর এক ওপেনার অভিষেক পোড়েল করেন ২৭ বলে ৩৬ রান, ১৭ বলে ৪১ রান করেন শাই হোপ, ১৯ বলে ২৯ করেন ঋষভ পন্ত। এছাড়া পাঁচে ব্যাট করতে নেমে ২৫ বলে ৪৮ রানের অনবদ্য ইনিংস খেলেন ত্রিস্তান স্টাবস। তাঁর হাত ধরেই সাড়ে তিনশোর গণ্ডি পার করে দিল্লি। ৬ বলে ১👍১ করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। নির্দিষ্ট ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৫৭ রান করে দিল্লি। এটি আইপিএলে তাদের নিজেদের সর্বোচ্চ স্কোর।