২০২৪ আইপিএলের সময়ে লখনউ সুপার জায়েন্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা খুব খারাপ ভাবে প্রকাশ্যে দলের অধিনায়ক কেএল রাহুলকে তিরস্কার করেছিলেন ম্যাচ হারের জন্য।ജ যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবং সঞ্জীব গোয়েঙ্কার এমন আচরণ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। ক্ষোভ উগরে দেয় ক্রিকেট মহল থেকে নেটপাꩵড়া- সকলেই।
আসলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনউয়ের ১০ উইকেটে হারের পরেই, রাহুলের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন সঞ্জীব গোয়েঙ্কা। এই বিতর্কিত ঘটনা নিয়ে এ💦বার দলের স্পিনার অমিত মিশ্র ইউটিউবার শুভঙ্কর মিশ্রের শো ‘আনপ্লাগড’-এ 💜মুখ খুলেছেন। এলএসজি স্পিনার প্রকাশ করেছেন, সেদিন রাহুল এবং গোয়েঙ্কার মধ্যে ঠিক কী ঘটেছিল!
আরও পড়ুন: হবে না দাদাগিরি? কার্যত নিজেকে কোচ ঘোষণা করে দিয়েছিলেন সৌরভ, কিন্🌱তু DC খুঁজছে গম্ভীরের ༺মত কাউকে!
কী দাবি করেছেন অমিত?
অমিত মিশ্রের সাফ দাবি, ‘ম্যাচ হারের পর গোয়েঙ🐻্কা হতাশ হয়েছিলেন। কারণ কেকেআর এবং হায়দরাবাদের বিরুদ্ধে পরপর দু'টি ম্যাচ আমরা খুব খারাপ ভাবে হেরে গিয়েছিলাম। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ☂টি তো ১০ ওভারের আগেই শেষ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল, আমরা নেট অনুশীলনের সময়ে ওদের বোলিং করছি। আমি যদি এটা নিয়ে খুব রাগান্বিত হই, তাহলে যিনি দলে টাকা বিনিয়োগ করেছেন, তিনি-ও রাগ করবেন না কেন?’
আরও পড়ুন: কতদিন খেলবেন ওডিআই ও টেস্ট? আমেরিকায় গিয়ে ঘোষণা করলেন রোহিত শর্মꦦা!
গণমাধ্যম বিষয়টিকে অতিরঞ্জিত করেছে
তিনি আরও যোগ করেছেন, ‘এটি খুব বড় বিষয় ছিল না। কিন্তু আমি পরে জানতে পেরেছিলাম যে, তিনি বলেছিলেন, খুব খারাপ বোলিং হয়েছিল এবং দলের কিছুটা লড়াই করা উচিত ছিল। দেখে মনে হচ্ছিল, দল পুরোপুরি আত্মসমর্পণ করেছে। কিন্তু আমি মনে করি, মিডিয়া এবং বাকিরা বিষয়টিকে অত𓆏িরঞ্জিত করেছে।’
আরও পড়ুন: স্বার্থপর, 🥂কখনও ভালো লিডার হতে পারবে না- যশস্বীর জন্য শুভ🎐মনকে তীব্র আক্রমণ নেটপাড়ার
লখনউ কি কেএল রাহুলকে ছেড়ে দেবে?
শোনা যাচ্ছে যে, লখনউ সুপারজায়েন্টস ২০২৫ আইপিএলে আর কেএল রাহুলকে দলে রাখবে না। যদিও আপাতত রাহুল বা ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ভাবে কি💞ছু জানানো হয়নি। কেএল রাহুলকে এলএসজি অধিনায়ক হিসাবে রাখবে কিনা, সেই প্রসঙ্গে অমিত মিশ্র বলেছেন, ‘ও ভারতীয় দলে থাকুক বা না থাকুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু টি-টোয়েন্টির জন্য সঠিক মানসিকতা আছে, এমন একজনেরই অধিনায়ক হওয়া উচিত। যে দলের হয়ে খেলে তাঁর অধিনায়ক হওয়া উচিত। আমি নিশ্চিত এলএসজি একজন ভালো অধিনায়কের খোঁজ করবে।’ অমিত মিশ্রের কথাতেই পরিষ্কার, রাহুলকে ছেড়ে দিচ্ছে লখনউ সুপার জায়ান্টস।