কর্ণাটক প্রিমিয়র লিগে দেখা গেল অদ্ভূত ঘটনা। একই ম্যাচে হল তিনটি সুপার ওভার। শেষ পর্যন্ত তৃতীয় ওভারে গিয়ে ম্যাচ জিতল হুবলি টাইগার্স দল। দুই তারকা মণিশ পাণ্ডে এবং ম🌱ায়াঙ্ক আগরওয়ালের দল মুখোমুখি হয়েছিল মহারাজা ট্রফিতে। সেখানে দুই ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে রান সংখ্যা একই হয়ে যায়, এরপর প্রথম এবং দ্বিতীয় সুপার ওভারেও টাই ভাঙা যায়নি। তাতেই বাধ্য হয়ে তৃতীয় সুপার ওভারে ম্যাচ গড়ায়। সেখানেই মণিশ পাণ্ডের দল হুবলি টাইগার্সকে জেতান অলরাউন্ডার মনভথ কুমার। বল হাতে প্রথমে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে বড় রান দেননি, এরপর ব্যাট হাতেও তিনি খেলেন দাপটে। সেই সুবাদেই জিতল তাঁর দল।
আরও পড়ুন-Durand Cup Quarღter Final Live-ডুরান্ডের সেমিফাইনালে মোহনব👍াগান, টাইব্রেকারে ৬-৫ গোলে জয়
প্রথমে ব্যাট করে হুবলি টাইগার্স দল করে ১৬৪ রান। মণিশ পাণ্ডে ২২ বলে ৩৩ রান করেন। মহম্মদ তাহা করেন ১৪ বলে ৩১ রান। অনিশ্বর গৌতম হুবলি টাইগ𓃲ার্স দলের হয়ে করেন ২৪ বলে ৩০ রান। বল হাতে বেঙ্গালুরু ব্লাস্টার্সের লভিশ কৌশল দুর্দান্ত পারফরমেন্স দেখান। ♛৪ ওভারে তুলে নেন পাঁচ উইকেট। ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন কৌশল।
আরও পড়ুন-Breaking News- শাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের অভিযোগ! ঢাকার পুল🃏িশ স্টেশনে অভিযোগ দায়ের…
বেঙ্গালুরু ব্লাস্টা💜র্স দল এরপর ব্যাট করতে নেমে ১৬৪ রান করে, জয়ের জন্য প্রয়োজনীয় ১ রান তাঁরা তুলতে পারেনি। মায়াঙ্ক আগরওয়াল ৩৪ বলে ৫৪ রান করেন। সুরজ আহুজা করেন ২০ বলে ২৬ রান। ১১ বলে ২৩ রান করেন জ্ঞানেশ্বর নবীন। এক্ষেত্রে হুবলি টাইগার্সের হয়ে দুরন্ত বোলিং করেন মনভথ কুমার। তিন🍸ি একাই তুলে নেন ৪ উইকেট। এরপর বেঙ্গালুরু ব্লাস্টার্স দল প্রথম সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১০ রান তোলে, হুবলি টাইগার্স দলও ১০ রানেই আটকে যায়।
আরও পড়ুন-‘হেডকে ১৫বার বিট হয়🥃েছিল সেদিন’, ODI ফাইনাল হারের জন্য কপালকেই দুষছেন দ্রাবিড়
দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে হুবলি টাইগার্স দল করে ৮ রান, এক্ষেত্রে জবাবে ব্যাট করতে নেমে ওভারের লাস্ট বলে সিঙ্গল নিয়ে বেঙ্গালুরু ব্লাস্টার্সও ৮ রানেই থেমে যায়, শেষ পর্যন্ত তৃতীয় সুপার ওভারে খেলার ফল বেড়োয়। প্রথমে🧸 ব্যাট করে বেঙ্গালুরু ব্লাস্টার্স ১ উইকেটে ১২ রান করে, জবাবে ব্যাট করতে নেমে মনভথের ৪ বলে ১১ রানের ইনিংসের সৌজন্যে ম্যাচ জিতে নেয় হুবলি 🎃টাইগার্স।