মুখ🥀 ফসকে বেরিয়ে যাওয়া একটি শব্দই হাসির খোরাক বানিয়ে ছাড়ল ম্যাথু হেডেনকে। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ম্যাচ চলাকালীন প্রাক্তন অজি তারকার হাস্যকর ভুলের ঘটনা মূহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্♋যাল মিডিয়ায়।
ব্রিজটাউনে চলতি টি-২০ বিশ্বকাপের ১৭তম লিগ ম্যাচে সম্মু⛄খসমরে নামে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। বি-গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন ম্যাথু হেডেন। তিনি ইংল্যান্ড ইনিংসের মাঝে একবার সিক্স বলতে গিয়ে বলে বসেন সেক্💫স। লাইভে হেডেনের মুখে সেক্স শব্দ শোনা মাত্রই সহ-ধারাভাষ্যকাররা হেসেই খুন। সোশ্যাল মিডিয়াতেও মজার ছলে চর্চা শুরু হয়ে যায় যে, ম্যাথু হেডেন অন্য মুডে রয়েছেন।
দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে ব্যাট করছিলেন দুই ব্র🦋িটিশ ওপেনার জোস বাটলার ও ফিল সল্ট। বল করছিলেন মিচেল স্টার্ক। ওভারের পঞ্চম বল করার আগে পাওয়ার প্লে-তে প্রয়োজনীয় স্ট্রাইক-রেট নিয়ে আলোচনা করার সময় হেডেন সিক্সের জায়গায় ভুꦿল করে সেক্স বলে বসেন।
অস্ট্রেলিয়া ম্যাচে দাপটের সঙ্গে পরাজিত করে ইংল্যান্ডকে। কেনিংটন ওভালে টস জিতে অস্ট্রেলিয়া🐓কে শুরুতে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। উল্লেখযোগ্য বিষয় হল, কোনও অজি ব্যাটারই এদিন ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকাতে পারেননি। সুতরাং, অস্ট্রেলিয়ার ইনিংসকে দলগত প্রয়াসে ♌গড়া ইনিংস বলা যায়।
ট্র্য়াভিস হেড ৩৪, ডেভিড ওয়ার্নার ৩৯, মিচেল ম𓆏ার্শ ৩৫, গ্লেন ম্যাক্সওয়েল ২৮, মার্কাস স্টাইনিস ৩০, টিম ডেভিড ১১ ও ম্যাথিউ ওয়েড অপরাজিত ১৭ রান করেন। ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট নেন ক্রিস জর্ডন। ১টি করে উইকেট দখল করেন মইন আলি, জোফ্রা আর্চার, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যা🀅ন্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৫ রানে আটকে যায়। ৩৬ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। ফিল সল্ট ৩৭, জোস বাটলার ৪২, উইল জ্যাকস ১০, জনি বেয়ারস্টো ৭, মইন আলি ২৫, হ্যারি ব্রুক অপরাজিত ২০ ও লিয়াম লিভিংস্টোন ১৫ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা। ১টি করে উইকেট নেন জোশ হেজেলউড ও মার্কাস স্টাইনিস। উইকেট পাননি মিচেল স্টার্ক ও গ্লে൲ন ম্যাক্সওয়েল। ম্য💞াচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অ্যাডাম জাম্পা।