ডিফেন্ডিং চ💯্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমে ইংল্যান্ড গত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যায় ভারতের কাছে। শেষ চারের হার্ডলে ভারতের কাছে আটকে টুর্নামেন্ট থেকে বিদায় নেন জোস বাটলাররা। বিশ্বকাপের পরে ইংল্যান্ড সীমিত ওভারের ক্রিকᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেটে মাঠে নামেনি। তবে তারা ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে ফেলেছে।
টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলে বেশি কিছু রদ🐭বদল হতে পারে বলে গুঞ্জন ছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি প্রমাণিত হয়। ইংল্যান্ডের সীমিত ওভারের কোচের পদ থেকে সরে দাঁডꩲ়ালেন ম্যাথিউ মট। ২ বছর বাটলারদের হেড স্যার থাকার পরে পদত্যাগ করলেন অজি কোচ।
আসলে টি-২০ বিশ্বকাপ ছাড়াও ইংল্যান্ড গত ওয়🦩ান ডে বিশ্বকাপেও সাফল্যের মুখ দেখেননি। অথচ সেখানেও তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমেছিল। ২টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পরে চুক্তির মাঝপথেই দায়িত্ব থেকে অব্যহতি নিলেন ম্যাথিউ মট। নাহলে মটের সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তি ছিল ৪ বছরের।
মঙ্গলবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে ম্যাথিউ মটের পদত্যাগের কথা জানিয়ে দেওয়া হয়। এও জানানো হয় যে, গত সপ্তাহেই ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি-র সঙ𓆏্গে দেখা করে দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দেন মট।
২০২২ সালের মে মাসে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন ম্যাথিউ মট। দায়িত্ব নিয়েই বড়সড় সাফল্য পা🐓ন তিনি। মটের কোচিংয়ে ইংল্যান্ড দল অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এছাড়া তাঁর কোচিংয়েই ইংল্যান্ড দল অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিরুদ্ধে🦄 সীমিত ওভারের সিরিজ জেতে।
ম্যাথিউ মট সরে দাঁড়ানোয় তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীনভিত্তিতে ইংল্যান্ড দলের দায়িত্ব তুলে দেওয়া হয় সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিকের হাতে। ট্রেসকোথিকের কোচিংয়ে ইংল্যান্ড𒀰 দল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি টি-২০ ও ৫টি ওয়ান ডে-র ২টি সীমিত ওভারের সিরিজ খেলবে।
ট্রেসকোথিক অন্তর্বর্তীকালীন কোচ হলেও মটের জায়গায় পাকাপাকিভাবে কাকে দেখা যাবে, সেই বিষয়েও জল্পনা শুরু হয়েছে। এক্ষেত্রে ইয়ন মর্গ্যানকে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ হ𓂃িসেবে দেখা যেতে পারে বলে মত অনেকের। তবে মর্গ্যান নিজে সেই বিষয়ে আগ্রহী নন বলে খবর। এমনকি অ্যান্ড্রু ফ্লিন্টফও ইংল্যান📖্ডের হেড কোচ হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।