শুধু বল হাতে নয়, বরং কামব্যাকে ব্যাট হাতেও চমক দিলেন মহম্মদ শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে চলতি রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে 🌜৬ বলে ২ রান করে আউট হন শামি। তবে দ্বি😼তীয় ইনিংসে তিনি ৩৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। মারেন ২টি চার ও ২টি ছক্কা।
বাংলা দ্বিতীয় ইনিংসে ২৭৬ রান তুলে অল-আউট হয়। উল্লেখ্য, প্রথম ইনিংসের নিরিখে ৬১ রানের উল্লেখযোগ্য লিড ছিল বাংলার হাতে। ফলে জয়ের জন্য শেষ ইনিংসে মধ্যপ্রদেশের সামনে 🎐৩৩৮ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেন অনু༒ষ্টুপ মজুমদাররা।
দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। তিনি ১০৬ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৬টি চার। নিশ্চিত হাফ🗹-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন ঋদ্ধিমান সাহা। তিনি ১১৫ বলে ৪৪ রান করেন। মারেন ৩টি চা🙈র।
এছাড়া সুদীপ ঘরামি ৬৬ বলে ৪০ রান করেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ৫৮ বলে ৪০ রান করেন সুদীপ চট্টোপাধ্যায়। তিনি ৩টি চার মারেন। ক্যাপ্টেন অনুষ্টুপ মজুমদ💙ার ৪৪ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। তিনি ১টি চার মারেন। শুভম দে ৪, শাহবাজ আহমেদ ৩, রোহিত কুমার ৩, সুরজ জসওয়াল ৫ ও মহম্মদ কাইফ অপরাজিত🍬 ৬ রান করেন।
দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদ♈েশের হয়ে ৭৪ রানে ৪ উইকেট নেন অনুভব আগরওয়াল। ৭৬ রান খরচ করে ৪টি উইকেট পকেটে পোরেন কু🌄মার কার্তিকেয়া। আরিয়ান পান্ডে ও সরাংশ জৈন ১টি করে উইকেট সংগ্রহ করেন।
আরও পড়ুন:- IND vs 💖AUS: অস্ট্রেলিয়ায় রোহিতের সংসারে কবে 🍒যোগ দেবেন শামি! বড় ইঙ্গিত কোচের
উল্লেখ্য, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বাংলা টস হেরে শুরুতে ব্যাট করতে নামে। প্রথম ইনিংসে ২২৮ রান তুলে অল-আউট হয় তারা। শাহবাজ আহমেদ নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন। তিনি ৮০ বলে ৯২ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন ক্যাপ্টেন অনুষ্টুপ মজুমদার। ঋদ্ধিমান প্রথম💫 ইনিংসে ১০ রান করেন।