মাইলস্টোন ম🌼্যাচে বিষেণ সিং বেদীর ৪৫ বছরের পুরনো নজির টপকে যান কুলদীপ যাদব। ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে ব্রিটিশ ওপেনার বেন ডাকে𝓡টের উইকেট নেওয়া মাত্রই ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় কিংবদন্তি বেদীকে পিছনে ফেলে দেন কুলদীপ।
মাইলস্টোন ম্যাচ কুলদীপের:-
ধরমশালায় ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটি রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। এটি দেবদূত পাডিক্কালের কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ। এই দুই ভারতীয় ক্রিকেটার ছাড়াও এটি কুলদীপ যাদবরেও কেরিয়ারের মাইলস্টোনসূচক ম্যাচ। কেননা টেস্ট, 🐟ওয়ান ডে ও টি-২০, তিন ফর্ম্যাট মিলিয়ে এটি কুলদীপের কেরিয়ারের ১৫০তম আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ।
কুলদীপ এখไনও পর্👍যন্ত ভারতের হয়ে ১০৩টি ওয়ান ডে ও ৩৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। এবার ধরমশালায় তিনি কেরিয়ারের ১২ নম্বর টেস্ট ম্য়াচে মাঠে নেমেছেন।
ধরমশালায় ভারত-ইংল্যান্ড🌟 পঞ্চম টেস্টের প্রথম দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
বেদীকে টপকালেন কুলদীপ:-
কুলদীপ যাদব ওয়ান ডে ক্রিকেটে ১৬৮টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কুলদীপের সংগ্রহ ৫৯টি উইকেট। ধ🌌রমশালায় ডাকেটের উইকেটটি ছিল কুলদীপের টেস্ট কেরিয়ারের ৪৭তম শিকার। সুতরাং, তিন ফর্ম্যাট মিলিয়ে কুলদীপের আন্তর্জাতিক উইকেট সংখ্যা দাঁড়ায় ২৭৪টি। ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিনি উঠে 𝄹আসেন ১৭ নম্বরে।
বিষেণ সিং বেদী এই তালিকায় প✅িছিয়ে যান ১৮ নম্বরে। বেদী ভারতের হয়ে সাকুল্যে ৭৭টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে ২৭৩টি উইকেট নিয়েছেন।
ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক উইকেট:-
মাইলস্টোন ম্যাচে ৫ উইকেট কুলদীপের:-
বেন ডাকেটের পরে ধরমশালায় কুলদীপ আউট করেন ওলি পোপ, জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো ও বেন স্টেক🍰সকে। সুতরাং, প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পরে কুলদ♒ীপের আন্তর্জাতিক উইকেট সংখ্যা দাঁড়ায় ২৭৮টি।