🐠 আইপিএলের রিটেনশন পলিসি শনিবার দিনই সরকারিভাবে জানা গেছে। তাঁর আগাম পূর্বাভাস পাওয়া গেছিল আগেই। আর এদিক ওদিক সোর্স লাগিয়ে সব আইপিএল টিমই মোটামুটি জেনে গেছিল কতজন করে রিটেন করা যাবে, এবং তাঁদের পিছনে ঠিক কতটা টাকা অর্থ খরচ করা যাবে। ইতিমধ্যেই জানা গেছে, আইপিএলে ফিরছে আনক্যাপড প্লেয়ার রুল। ফলে মহেন্দ্র সিং ধোনি আরও একবার চেন্নাই সুপার কিংসেই থাকতে চলেছেন।
ꦫ এই আবহেই এবার দলগুলো তাঁদের ক্রিকেটার রিটেনশন নিয়ে কোচ-মেন্টরদের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। মোট ৬ ক্রিকেটারকে সরাসরি রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। এর মধ্যে থাকছে একটি আরটিএম কার্ড। যদিও আরটিএমের ক্ষেত্রে বাড়তি অর্থও খরচ হতে পারে। এই আবহেই একঝলকে দেখে নেওয়া যাক, কোন দল কোন ক্রিকেটারদের রিটেন করতে পারে।
আইপিএলের দলগুলির সম্ভাব্য রিটেনশন-
কলকাতা নাইট রাইডার্স- শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, ফিল সল্ট, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-বিরাট কোহলি, উইল জ্যাকস, মহম্মদ সিরাজ, ক্যামেরন গ্রিন, যশ দয়াল, গ্লেন ম্যাক্সওয়েল
মুম্বই ইন্ডিয়ানস-হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, ইশান কিষান, অংশুল কাম্বোজ
চেন্নাই সুপার কিংস- মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়েকওয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, ডারিল মিচেল, মথিসা পাথিরানা
রাজস্থান রয়্যালস-
দিল্লি ক্যাপিটালস- ঋষভ পন্ত, ট্রিসটান স্টাবস, মিচেল মার্স, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল
লখনউ সুপার জায়ান্টস- কেএল রাহুল, কুইন্টন ডি কক, মার্কাস স্টইনিস, রবি বিষ্ণৌ, নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব
পঞ্জাব কিংস- স্যাম কারান, আর্শদীপ সিং, শশাঙ্ক সিং, কাজিসো রাবাদা, লিয়াম লিভিংস্টোন,আশুতোষ শর্মা
গুজরাট টাইটানস- শুভমন গিল, রশিদ খান, ডেভিড মিলার, সাই সুদর্শন, রাহুল তেওয়াতিয়া, মহম্মদ শামি
সানরাইজার্স হায়দরাবাদ - প্যাট কামিনস, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, এনরিখ ক্লাসেন, নীতীশ রেড্ডি, টি নটরাজন
আনক্যাপড প্লেয়ার রুলের জন্য কোন দলের সুবিধা?
𓄧এই নিয়ে ফিরিয়ে আনার জন্য সবথেকে সুবিধা হবে চেন্নাই সুপার কিংস দলের। কারণ অনেক কম মূল্যে তারা রিটেন করতে পারবেন মহেন্দ্র সিং ধোনিকে। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সেরও সুবিধা হবে পীযুশ চাওলাকে তাঁরা কম মূল্যে চাইলে রিটেন করতে পারবেন। এছাড়াও সন্দীপ শর্মাকেও রিটেন করতে পারবে তাঁর ফ্র্যাঞ্চাইজি অনেক কম মুল্যে।