মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৫-এর মেগা নিলাম থেকে দল ঢেলে সাজানোর পথে হাঁটতে রাজি ছিল না। সেই কারণেই নিজেদের ক𓆉োর টিম ধরে রাখে তারা। নিলামে খুব বেশি অর্থ হাতে নেই মুম্বইয়ের। তাই বড় নামের পিছনে না দৌড়ে প্রয়োজন মতো ক্রিকেটার কেনার দিকে নজর থাকবে তাদের।
মুম্বই ইন্ডিয়ান্স কত টাকায় কাদের রিটেন করেছে
১. জসপ্রীত বুমরাহ- ১৮ কোটি টাকা।২. সূর্যকুমার যাদব- ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা।৩. হার্দিক পান্ডিয়া- ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা।৪. রোহিত শর্মা- ১৬ কোটি ৩০ লক্ষ টাকা।৫. তিলক বর্মা- ৮ কোটি টাকা।
মুম্বই ইন্ডিয়ান্স কতজন ক্রিকেটারকে দলে নিতে পারবে
মুম্বই ইন্ডিয়ান্স মোট ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গড়তে পারে কোনও ফ্র্যাঞ্চাইজি, যাঁদের মধ্যে সর্বাধিক ৮ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। সেই নিরিখে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৫-এর মেগা নিলাম থেকে সর্বাধিক ২০ জন ক্রিকেটার দলে নিতে পারেไ। মুম্বইয়ের ধরে রাখা ক্রিকেটারদের প্রত্যেকেই ভারতীয়। তাই তারা নিলাম থেকে ৮ জন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারে।
অন্যদিকে কোনও ফ্র্যাঞ্চাইজি সব থেকে কম ১৮ জনের স্কোয়াড গড়তে পারে। তাদের হাতে রয়েছে ৫ জন ক্রিকেটার। সেই নিরিখে নিলাম থেকে অন্তত ১৩ জন ক্রি🐠কেটারকে দলে নিতেই হবে মুম্বইকে।
নিলামের জন্য কত টাকা হাতে রয়েছে মুম্বইয়ের
দল গড়ার জন্য কোনও ফ্র্য়াঞ্চাইজি সর্বাধিক ১২০ কোটি টাকা খরচ করতে পারে। মুম্বই ৫ জন ক্রꦏিকেটারকে রিটেন করতে গিয়ে খরচ করেছে ৭৫ কোটি টাকা। সুতরাং, মোটে ৪৫ ক𒐪োটি টাকা হাতে নিয়ে নিলামের আসরে যোগ দেবে মুম্বই ইন্ডিয়ান্স।
ক'টি আরটিএম কার্ড রয়েছে মুম্বইয়ের হাতে
রিটেন ও রাইট টু꧂ ম্যাচ কার𓆉্ড মিলিয়ে পুরনো স্কোয়াডের সব থেকে বেশি ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে কোনও ফ্র্যাঞ্চাইজি। মুম্বই ইন্ডিয়ান্স ৫ জন ক্রিকেটারকে রিটেন করেছে। সুতরাং, তাদের হাতে রয়েছে ১টি আরটিএম কার্ড।
পুরনো স্কোয়াডের কাদের দলে ফেরানোর চেষ্টা করতে পারে মুম্বই
ইশান কিষান, জেরাল্ড কোয়েটজি, নেহাল ওয়াধেরা, অংশুল কাম্বোজ, অর্জুন তেন্ডুলকরদের দলে ফেরানোর চেষ্টা করতে পার🔥ে মুম্বই ইন্ডিয়ান্স। ইশান 💜কিষানের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারে মুম্বই।
নিলাম থেকে কোন কোন নতুন ক্রিকেটারকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে মুম্বই
মার্কি ক্রিকেটারদের প্রথম ২টি সেট থেকে আর্শদীপ সিং ছাডও়া আর কোনও ক্রিকেটারের জন্য মুম্বই বিশেষ আগ্রহ দেখাবে বলে মনে হয় না। কেননা তাদের হাতে অল্প 🍃টাকা রয়েছে। তাছাড়া মুম্বই মার্কি ক্রিকেটারদের ধরে রেখেছে আগে থেকেই।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জিতেশ শর্মা, আবেশ 🅘খান, অংকৃষ রঘুবংশী, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, আয়ুষ মাত্রে, তনুষ কোটিয়ান, হিমাংশু সিং, ক্রুণাল পান্ডিয়া, অর্শিন কুলকার্নিদের টার্গেট করতে পারে মুম্বই। বিদেশি ক্রিকেটারদের মধ্যে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, রাচিন রবীন্দ্র, নূর আহমেদ, রোভম্যান পাওয়েল, মারকো জানসেন, জোশ ইংলিস, আকিল হোসেন, টম কোহলার ক্যাডমোর, ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্টদের জন্য ঝাঁপাতে পারে মুম্বই।