গত কয়ে বছর ধরেই আইপিএলে ধারাবাহিকভা𝔍বে খেলে আসছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ২৯ বছর বয়সী এই পেসার কখনও সিএসকে আবার কখনও সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন। স্লগ ওভারে বোলিং সঙ্গে অফ কাটারের জন্য বিখ্যাত তিনি। তবে এবারের আইপিএলের নিলামে তাঁকেই কোনও দল নিল না।
গতবার মুস্তাফিজ পান ১৪ উইকেট-
গত মরশুমেও আইপিএলে দুরন্ত বোলিং করেছিলে♊ন মুস্তাফিজুর রহমান। মহেন্দ্র সিং ধোনির সৌজন্যে বদলে গেছিল ফিজের বোলিং। ছন্দময় বোলিং করেছিলেন এই বাঁহাতি পেসার। ৯ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। তবে সেই মুস্তাফিজুর রহমানকেই এবারে আর কোনও আইপিএল দলই নিতে চাইল না। এর পিছনে থাকতে পারে গোটা আইপিএল না খেলা।
আরও পড়ুন-কখ🌟নও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
বারবার ক্রিকেটার ফিরিয়ে নিয়েছে বিসিবি-
আসলে সাম্প্রতিক সময় দেখা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার নিজেদের দলের ক্রিকেটারদের আইপিএলের মাঝপথে ফিরিয়ে নিয়ে, অযথা আইপিএলে সমস্য🉐া তৈরি করার চেষ্টা করেছে। ভুলে গেলে চলবে না, আইপিএলে তাঁদের ক্রিকেটাররা নিজেরাই নাম দেয়। অথচ তাঁদের গোটা প্রতিযোগিতায় খেলতে দেওয়ার মানসিকতা নেই তাঁদের দেশের ক্রিকেট বোর্ডের।
আরও পড়ুন- ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুﷺরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
সিএসকে সমস্যায় পড়েছিল বিসিবির জন্য-
এবারেও আইপিএলের সময় প্লে অফের কিছুদিন আগেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমানকে আইপিএল না খেলে মাঝপথেই দেশে ফেরত আসতে নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশের সঙ্গে সেই সময় সিরিজ ছিল জিম্বাবোয়ের। গোটা সিরিজে তাঁকে খেলানো হয়নি। চতুর্থ ম্যাচ এবং পঞꦿ্চম ম্যাচে তাঁকে শুধু খেলানো হয়েছিল।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে🦂 আঘাত নিরাপত্তারক🎐্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে মুস্তাফিজুরকে আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে রাখতেই পারত। কিন্তু সেটা না হওয়ায় চেন্নাই সুপার কিংসকে ব্যাপকভাবে ধাক্কা খেতে হয়, তাঁরা আইপিএলের প্লে অফেও যেতে পারেনি। সম্প্রতি বেশ কয়েকটি বোর্ড বি൲সিসিআইকে আগামী তিন মরশুমের জন্য ক্রিকেটারদের ছাড়ার বিষয় সম্মতি দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্♒ড ধীরে চলো নীতি নিয়েছে।