তেইশ কোটি ৭৫ লাখ টাকা- আইপিএলের মেগা নিলামে যে তাঁর দাম এতটা উঠবে, তা স⛎্বপ্নেও ভাবেননি বেঙ্কটেশ আইয়ার। ভেবেছিলেন যে ১০ কোটি টাকার দর উঠবে। সেখানে তাঁর দর ২৩ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পরে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ক্রিকেটার। আনন্দের মাত্রাটা আরও বেড়েছে কারণ সেই পরিমাণ অর্থ দিয়ে তাঁকে দলে নিয়েছে কেকেআর। যে দলেই তিনি থাকতে চেয়েছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কড়া চ্যালেঞ্জ সামলে যেভাবে কেকেআর তাঁকে নিয়েছে, তাতে গর্বে বুক ফুলে গিয়েছে বেঙ্কটেশের। আর চোখে জল চলে এসেছে মায়ের। সংবাদমাধ্যম রেভস্পোর্টসের বেঙ্কি বলেন, ‘আমার মায়ের চোখে জল এসে গিয়েছিল। আর মা আমায় বলেছে যে ওরা তোর উপরে এতটা ভরসা করেছে। ওদের আস্থার মর্যাদা দেওয়াটা তোর কর্তব্য।’
'আজ আনন্দ করো, কাল থেকে খেলায় ফোকাস চাই'
আর সেজন্য কী করতে হবে, সেটাও বেঙ্কটেশকে জানিয়েছেন মা। ওই রিপোর্ট অনুযায়ী, কেকেআরের তারকা জানিয়েছেন, মা বলেছেন যে আজ আনন্দ করে নাও। সেলিব্রেট আজ করে নাও। এরপর নিজের রাজ্য মধ্যপ্রদেশের হয়ে সৈয়দ মুস্তাক💜 আলি ট্রফির ম্যাচ খেলতে হবে। সোমবার থেকে সেই দিকে ফোকা🐠স করতে হবে।
টাকার জন্য বাড়তি চাপ থাকবে, স্বীকার বেঙ্কির
বেঙ্কটেশ নিজেও সেদিকেই ফোকাস রাখতে চান। যিনি আপাতত এবারের আইপিএ𒅌লের মেগা নিলামের তৃতীয় দামি খেলোয়াড় হয়েছেন। ওই রিপোর্ট অনুযায়ী, তিনি স্পষ্🦹টভাবে জানিয়েছেন, যে টাকায় তাঁকে কেকেআর নিয়েছে, তাতে যে বাড়তি একটা চাপ থাকবে, সেটা অস্বীকার করছেন না।
বেঙ্কি মাইসোরের কথায় জোর আইয়ারের
সেইসঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে মাঠে যখন খেলতে নামবেন, তখন তাঁর দাম ২৩.৭৫ কোটি টাকা, অন্য কারও একজনের দাম ৩০ লা🌳খ টাকা, সেটা নিয়ে কেকেআর ম্যানেজমেন্ট মাথা ঘামায় না। আর গতবার মিচেল স্টার্ককে যখন ২৪.৭৫ কোটি টাকায় নেওয়া হয়েছিল, সেইসময় কেকেআরের সিইও বেঙ্কি𓆉 মাইসোর একটা কথা বলেছিলেন যে প্রত্যেকের হাতেই সমান অর্থ থাকে। সেটা নিয়ে দল তৈরি করতে হয়। আর তার মধ্যে কে বেশি টাকা পেলেন, সেটা ফ্যাক্টর নয়। সকলেই একটা দলের প্রতিনিধিত্ব করেন।