ক্রিকেটের ইতিহাসে অদ্ভুতভাবে আউট হওয়ার ঘটনা দেখা গিয়েছে বিস্তর। তবে মঙ্গলবার সামারসেট সেকেন্ড ইলেভেনের হয়ে মাঠে নামা নেড লিওনার্দো যেভাবে আউট হন, তা নিতান্ত দুর্ভাগ্যজনক সন্দেহ নেই। ভালো শট খেলা সত্ত্বেও নন-স্ট্রাইকার ব্যাটারের ভুলে সাজꩲঘরে ফিরতে হয় নেডকে।
ওয়ার্মসলির স্যার পল গেটিস গ্রাউ💜ন্ডে সেকেন্ড ইলেভেন টি-২০ টুর্নামেন্টের ফাইন𝐆ালে সম্মুখসমরে নামে সামারসেট ও ইয়র্কশায়ার। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সামারসেট। তারা নির্ধারিত ২০ ওভারে ১৯১ রানে অল-আউট হয়ে যায়।
প্রথম ইনিংসের ১৮.৪ ওভারে বেন ক্লিফের বলে স্ট্রেট ড্রাই🌞ভ মারার চেষ্টা করেন ব্যাটার নেড লিওনার্দো। বল সোজ💙া উড়ে যায় নন-স্ট্রাইকার ব্যাটার কেসি অ্যালড্রিজের দিকে। অ্যালড্রিজ তড়িঘড়ি মাথা নীচু করে বলের আঘাত এড়ানোর চেষ্টা করেন। যদিও তিনি বলের গতিপথ থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারেননি।
বল নন-স্ট্রাইকার ব্যাটার অ্যালড্রিজের পিঠে লেগে বোলার বেন ক্লিফের কাছে উড়ে যায়। নিতান্ত সহজেই বোলার লুফে নেন বল। ফলে লিওনার্দোকে কট অ্যান্ড বোল্ড হয়ে স𝔉াজঘরে ফিরতে হয়। দুর্ভাগ্যনজকভাবে আউট হওয়ার আগে খাতা খোলার সুযোগ হয়নি নেডের।
দাপুটে হাফ-সেঞ্চুরি জোশুয়া থমাসের
সামারসেটের হয়ে জোশুয়া থমাস ২৭ বলে ৫২ রান করেন। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা। অ্যান্ড্রু উমিদ ২১, জেমস রিউ ২৭ ও ফিনলি হিল♓ ৩৫ রান করেন। ইয়র্কশায়ার সেকেন্ড ইলেভেনের হয়ে জর্জ হিল ৩৩ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। ৩০ রান খরচ করে ৩টি উইকেট সংগ্রহ করেন বেন ক্লিফ। ৩২ রানে ২টি উইকেট নেন ডমিনিক লিচ।
জবাবে ব্যাট করতে নেমে ইয়র্কশায়া🌠র সেকেন্ড ইলেভেন ১৬.৫ ওভারে ১২৫ রানে অল-আউট হয়ে যায়। ৬৬ রানে ম্যা🎀চ জেতে সামারসেট সেকেন্ড ইলেভেন। উইলিয়াম লাক্সটন ২৫ বলে ৩৪ রান করেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১৫ বলে ২৭ রান করেন যশ ভাগাড়িয়া। তিনি ৫টি চার মারেন।
চার উইকেট লিওনার্দোর
এছাড়া ൲ইয়র্কশায়ারের হয়ে ১৯ বলে ২২ রান করেন জর্জ হিল। তিনি ২টি চার মারেন। ১৫ বলে ১৯ রান করেন জেমস হোয়ার্টন। তিনি ৩টি চার মারেন। সামারসেটের হয়ে ৩.৫ ওভারে ২৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন নেড লিওনার্দো। ২২ রানে ২টি উইকেট নেন অ্যালড্রিজ। ১৬ রান খরচ করে একজোড়া উইকেট তুলে নেন আলফি।