আগেও বর্ডার-গাভাসকর ট্রফি হয়েছে। কিন্তু এবার অস্ট্রেলিয়ার মাটিতে যে পাঁচ টেস্ট ম্যাচের মহারণ শুরু হতে চলেছে, সেটার উন্মাদনা যেন অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। ভারত তো বটেই, অস্ট্রেলিয়াও ফুটছে উত্তেজনায়। ২০০১ সালে অস্ট্রেলিয়ার ভারত সফর ছিল ‘ফাইনাল ফ্রন্টিয়ার’। আর এবার যেন তাঁদের কাছে বর্ডার-গাভাসকর ট্রফি হয়ে উঠেছে ‘ফাইনাল ব্যাটল’। গত দু'বার ঘরের মাঠে টেস্ট সিরিজে ভারতের কাছে হারের পরে এটাই প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের কাছে সম্ভ🀅বত শেষ সুযোগ। আর সেই পরিস্থিতিতে ক্রিকেটার, সমর্থক থেকে শুরু সম্প্রচারকারী সংস্থা - ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে প্রত্যেকেরই উন্মাদনা আলাদায় উচ্চতা পৌঁছে গিয়েছে।
গাভাসকর, সৌরভ থেকে 'ওয়ান অ্যান্ড অনলি' বিরাট
আর সেটাই তুলে ধরা হয়েছে সরকারি সম্প্রচারকারী সংস্থা꧂ ফক্স ক্রিকেটের প্রোমোয়। বর্ডার-গাভাসকর ট্রফির জন্য যে সাড়ে তিন মিনিটের প্রোমো ভিডিয়ো প্রকাশ করা হয়েছে, তাতে অ্যাশেজের সঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফিকে একই সা𒉰রিতে বসিয়েছে ফক্স ক্রিকেট। তুলে ধরা হয়েছে মেলবোর্ন থেকে সুনীল গাভাসকরের ওয়াক-আউট, সৌরভ গঙ্গোপাধ্যায়দের লড়াই, 'ওয়ান অ্যান্ড অনলি' বিরাট কোহলির শ্রেষ্ঠত্ব ও আগ্রাসন এবং ‘মাস্টারমাইন্ড’ রবি শাস্ত্রীর কৃতিত্বকে।
অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী সংস্থা হয়েও সেই প্রোমোয় ভারতীয় দলকে একেবারেই ছোট করে দেখায়নি ফক্স ক্রিকেট। বরং সম্মান জানিয়েছে ভারতীয় ক্রিকেটকে🍸। সম্মান জানিয়েছে লাল বলের ক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়ার মহারণকে। যে মহারণের যোদ্ধাদের ‘সেরা’-র তকমাও দিয়েছে। এমনকী এবারের ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ সম্প্রচারের ক্ষেত্রে ইতিহাস তৈরি করবে বলে অনুমান করা হয়েছে।
আরও পড়ুন: B🐻GT 2024-25: আপ🐈নার Contact List-এর সবচেয়ে বিখ্যাত ব্যক্তিটি কে? কার নাম নিলেন কেএল রাহুল?
ফক্সের প্রোমো দেখে স্টারকে তুলোধোনা নেটিজেনদের
আর সেই প্রোমোয় মজেছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, 'অন্যদিকে স্টার স্পোর্টস ইন্ডিয়ায় খেলোয়াড়দের শিক্ষকদের মতো দেখানোর কাজে ব্যস্ত আছে। বিচারবুদ্ধিহীন মন্তব্য করা হয়।' তবে শুধু স্টার স্পোর্টস ইন্ডিয়া নয়, জিয়ো সিনেমার ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবিরুদ্ধেও একইরকম উষ্মাপ্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। এক নেটিজন বলেন, 'বিদেশিদের দিয়ে 🍷হিন্দি বলিয়ে দেওয়া হয়।' অপর এক নেটিজেন আবার একটি ছবি পোস্ট করে উষ্মাপ্রকাশ করেন ভারতীয় সম্প্রচারকারী সংস্থাগুলির বিরুদ্ধে।
এক🐻 নেটিজেন বলেন, 'বাপ রে বাপ! কী দুর্দান্তভাবে পুরো সিরিজের উন্মাদনা তৈরি করা হচ্ছে। ভারতীয় হিসেবে এই প্রোমোটা দুর্দান্ত লেগেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি টেস্ট সিরিজে যে ফলাফল হয়েছে (ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ), সেটাকে ভুলিয়ে ভারতীয় দল বর্ডার-গাভাসকর ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করবে বলে আশা করছি।'
রাহানের নাম কেন আলাদাভাবে বলা হল না? উঠল প্রশ্ন
অপর এক ন🐬েটিজেন কিছুটা উষ্মাপ্রকাশ করে বলেন, ‘কেন প্রোমোয় আলাদাভাবে অজিঙ্কা রাহানের নাম উল্লেখ করা হল না? তিনিই তো গতবার কার্যত ভারতের সি টিম নিয়ে অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়েছিলেন।’ উল্লেখ্য, ২০২০-২১ সালে অ্যাডিলেডে ৩৬ রানে অল-আউট হয়ে যাওয়ার পরে বিরাট ফিরে গিয়েছিলেন। তারপর ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানে। ২-১ ব্যবধানে স🅰িরিজ জিতেছিল ভারত।