অনূর্ধ্ব ১৬ স্তরের ক্রিকেটে নীতীশের সর্বোচ্চ রান কত জানেন? ৪৪২! নিজেই সেই কথা জানালেন অস্ট্রেলিয়ার স্পোর্টস চ্যানেল ফক্স স্পোর্টসকে। যা শুনে রীতিমতো অবাক হয়ে গেলেন উপস্থাপক মার্ক হোওয়ার্ড। নিজের এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো পোস্টও করেছেন তিনি। শুক্রবার থেকে শুরু হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ। সেখানেই অভিষেক হয় নীতীশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানার। দুই ক্রিকেটারই নিজের প্রথম ম্যাচে পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। নীতীশ ব্যাট হাতে প্রথম ইনিংসে ৫৯ বলে ৪১ রানের গুরু༒ত্বপূর্ণ ইনিংস খেলেন। অ🥀ন্যদিকে বল হাতে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন রানা।
মার্কের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি নীতীশকে প্রশ্ন করছেন - ‘ছোটদের ক্রিকেটে তোমার সর্বোচ্চ রান কত ?’ তখন নীতীশ জানান, তাঁর সর্বোচ্চ স্কোর ৪৪২। যা শুনে রীতিমতো অবাক হয়ে যান মার্ক। জিজ্ঞেস করেন কোন স্তরে করেছেন। নীতীশ জানান, ঘরোয়া ক্রিকেটে অনূ𝓀র্ধ্ব ১৬ স্তরে নাগাল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচে তিনি এই বিশাল রানের পাহাড় গড়েছিলেন। এই তরুণ ক্রিকেটার আরও জানান, যখনই তিনি সুযোগ পান তখনই বড় ইনিংস খেলার চেষ্টায় থাকেন।
প্রসঙ্গত, শুক্রবার থেকে পার্থে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হয়েছে। প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। গ্রীন টপ উইকেটে শুরুতেই হোঁচট খায় বিরাটরা। একের পর এক উইকেট হারিয়ে ধুকতে থাকে ভারত। ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিলেন কেএল রাহুল। তবে ২৬ রানে ফিরতে হয় তাঁকেও। এরপর কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারছিলেন না ক্রিজে। একমাত্র ঋষভ পন্ত ৩৭ রান করে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন। শেষে ৪১ রান করে ভারতকে ১৫০ রানের দোরগোড়ায় পৌঁছতে সাহায্য করেন নীতীশ কুমার রেড্ꦫডি। ভারতের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান তাঁরই ছিল।
ম্যাচের শেষে নীতীশ জানিয়েছিলেন, তাঁর এই ব্যাটিংয়ের পিছনে রয়েছে গম্ভীরের গুরুমন্ত্র। তিনি বলেন, ‘প্র্যাকটিসের পরে গৌতম স্যারের সঙ্গে কথা হচ্ছিল। তিনি আমায় বলছিলেন যে যখন তোর দিকে কোনও বাউন্সার আসবে তখন মনে করবি যে দেশের জন্য তুই বুলেট হজম করছিস। এটা আমায় অনেক সাহায্য করেছে। এই কথাটাই আমার খেলায় আত্মবꦍিশ্বাস জুগিয়েছিল।’ উল্লেখ্য, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকেও বেকায়দায় ফেলে দেন ভারতের পেসাররা। মাত্র ১০৪ রানে অলআউট হয়ে যায় অজিরা। জবাবে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়েছে ভারতের। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেট হারিয়ে ১৭২, লিড রয়েছে ২১৮ রানের। ৯০ রানে অপরাজিত রয়েছেন যশস্বী জসওয়াল এবং ৬২ রানে অপরাজিত রয়েছেন কেএল রাহুল।