আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে মুখ্য অবদানই রয়েছে মেন্টর গৌতম গম্ভীরের। অধিনায়ক হিসেবে দলকে দুবার জিতিয়েছিলেন আইপিএল ট্রফি। ২০১২ এবং ২০১৪ সালে কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। এরপর বেশ কয়েক🌸 বছর খেলে বিদায় জানান ক্রিকেটকে। খারাপ পারফরমেন্সের জন্য এক সময়🥀 নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন নাইট রাইডার্স থেকে, কিন্তু তখন কর্ণধার শাহরুখ গিয়ে বলেছিলেন, তিনি দলে যতদিন থাকবেন,ততদিন খেলবেন। এরপর আইপিএলে ক্রিকেটার হিসেবে কেরিয়ার শেষের পর ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসে লোকেশ রাহুলদের হেডস্যারের দায়িত্ব নিয়ে শুরু করেছিলেন নতুন ইনিংস। সেবার দলকে ফাইনালে তোলার পর ২০২৩ সালেও এলএসজি প্লে অফ খেলেছিল। এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়ে আসেন গৌতি, আর তাঁর আগমনের বছরেই নাইট শিবিরে ঢুকল আইপিএলের ট্রফি।
আরও𓄧 পড়ুন-IPL 2024-ভিডিয়ো কলে সল্টকে চুম্বন বরুণের, কথা রাখল নাইটরা, চুটি൩য়ে উপভোগ ইংরেজ ব্যাটারের
দীর্ঘ দশ বছর ধরে আইপিএলের ট্রফির জন্য অপেক্ষা করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। কামিন্স,নারিন, রাসেলের মতো তারকারা খেললেও, গত এক দশকে কলকাতা আর চ্যাম্পিয়ন হতে পারেনি, হয়ত সঠিক নেতার অভাবেই। কিন্তু গৌতম গম্ভীর আ♕সতেই অধিনায়ক শ্রেয়স যেমন আরও সাহসী হয়ে ওঠেন, তেমনই নারিনের পাশে দাঁড়িয়ে তাঁকে ওপেনিংয়ে প্রমোট করেন মেন্টর গম্ভীর। তাঁর সেই মাস্টারস্ট্রোকই মোড় ঘুরিয়ে দেয়। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর তাই মেন্টরকে কাঁধে তুলে উচ্ছাস দেখালেন নাইট ক্রিকেটাররা।
আরও পড়ুন-IPL 2024-শুধু প্লে-অফে ভালো খেলা নয়, এই বিশেষ কার🎐ণটির জন্য স্টার্ককে ক্রেডিট দিলেন নাইট বোলিং কোচ অরুণ
কলকাতা নাইট রাইডা🧜র্সের তরফ থেকে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরই 🍃এক ভিডিয়ো প্রকাশ করা হয়েছে এক্স হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে নাইটদের প্রাণভোমরা গৌতম গম্ভীরকে কাঁধে তুলে নিয়েছেন গতবার নাইটদের নেতার দায়িত্ব সামলানো নীতীশ রানা এবং এবারে আইপিএলে নিজেকে উজার করে দেওয়া রমনদীপ সিং। গৌতম গম্ভীরও বিষয়টি বেশ উপভোগই করলেন। এরপর নেমে দুই ক্রিকেটারকেই আলিঙ্গন করলেন নাইটদের মেন্টর। এর আগেই অবশ্য নাইট কর্ণধার তাঁকে স্নেহের চুম্বন দিয়ে গেছেন, এতদিনের অপেক্ষার অবসান করার জন্য।
আরও পড়ুন-IPL 20🤪24-বরুণ-রাসেলকে রিটেন করার সিদ্ধান্ত সঠিক ছ꧟িল, ট্রফি জয়ের পর সমালোচকদের তোপ নায়ারের
আইপিএলে কলকাতা দলের জন্য গৌতম গম্ভীর যেমন পয়া, তেমন তাঁর জীবনেও নাইট রাইডার্সের ভূমিকা অনস্বীকার্য। কারণ আইপিএলে অধিনায়ক হিসেবে তাঁর প্রথম ট্রফি কলকাতার হয়েই। আইপিএলের ইতিহাসে রোহিౠত শর্মা, মহেন্দ্র সিং ধোনির পর ট্রফি জয়ের নিরিখে সফলতম অধিনায়কও গৌতি। অধিনায়ক হিসেবে দুবারই ট্রফি জিতেছেন নাইটদের হয়ে। এবার নিজের দ্বিতীয় ইনিংসে মেন্টর হিসেবেও শাহরুখ খানের দলের হয়েই প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেলেন ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জয়ের মালিক।