একদিকে রিঙ্কু সিং মীরাটের হয়ে ব্যাট হাতে চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দিচ্ছেন। অন্যদিকে পরপর ২ ম্যাচে ব🌌্যাট হাতে ব্যর্থ হলেন নয়ডা কিংসের 🍸ক্যাপ্টেন নীতীশ রানা। চলতি উত্তরপ্রদেশ টি-২০ লিগে দুই নাইট তারকার ব্যক্তিগত পারফর্ম্যান্স কার্যত দুই মেরুতে দেখাচ্ছে।
যদিও বুধবার ইউপি টি-২০ লিগে꧅ নীতীশের দল নয়ডা কিংস শেষ বলের থ্রিলারে রুদ্ধশ্বাস জয় তুলে নেয়। ম্যাচ টাই হয়ে যা🧔ওয়ার পরে শেষ বলে ছক্কা হাঁকিয়ে নয়ডাকে ম্যাচ জেতান প্রশান্ত বীর। নয়ডার জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পীযূষ চাওলা।
একানা স্টেডিয়ামে লিগের ষষ্ঠ ম্যাচে সম্মুখসমরে নামে নীতীশ রানার নয়ডা কিংস ও প্রিয়ম গর্গের লখনউ ফ্যালকনস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে লখনউ। মন্দ আবহাওয়ায় ম্যাচ কমে দাঁড়ায় ১২ ওভার প্রতি ইনিংসে। লখনউ 🔴নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০০ রান সংগ্রহ করে।
ওপেন করতে নেমে ২১ বলে ৩২ রান করেন সামর্থ সিং। তিনি ✅৩টি ছক্কা মারেন। ১২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন কৃতজ্ঞ সিং। তিনি ২টি ছক্কা মারেন। ১৪ বলে ১৬🐻 রান করেন ক্যাপ্টেন প্রিয়ম গর্গ। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁ✱ছতে পারেননি। অভয় চৌহান ১, হর্ষ ত্যাগী ৮, আরাধ্য যাদব ৩ ও বিপরাজ নিগম ৮ রান করেন। ভুবনেশ্বর কুমার ১ বলꦿে ৪ রান করে অপরাজিত থাকেন। খাতা খুলতে পারেননি সমীর চৌধরী।
নয়ডার হয়ে ৩ ওভারে ১৬ রান খরচ করে ৩ট♛ি উইকেট দখল করেন পীযূষ চাওলা। নীতীশ রানা ১ ওভারে ৮ রান খরচ করে ১টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন কুণাল ত্যাগী ও প্রশান্ত বীর।
জবাবে ব্যাট করতে নেমে নয়ডা ম্যাচের একেবারে শেষ বলে জয় তুলে নেয়। তারা ১২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১০৬ রান তুলে ম্যাচ জেতে। ১১ বলে ২০ রান করেন মহম্মদ শারিম। তিনিꦆ ২টি ছক্কা মারেন। ১৫ বলে ১৯ রান করেন প্রিয়াংশু পান্ডে। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৯ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন প্রশান্ত বীর। তিনি ১টি ছক্কা মারেন। ৭ বলে ১২ রান করে নট-আউট থাকেন ববি যাদব। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। নীতীশ রানা ৮ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন।
লখনউয়ের হয়ে ১টি করে উইকেট নেন কৃতজ্ঞ সিং, বিপরাজ নিগম, পরব সিং, অভিনন্দন সিং ও কৃষান কুমার সিং। ভুবনেশ্বর কুমার ২ ওভারে ২৮ রান খরচ করেও কো൩নও উইকেট পাননি।