গৌতম গম্ভীর এবং বিতর্ক যেন সমার্থক হয়ে উঠেছে। গত আইপিএল হোক কিংবা লেজেন্ড ক্রিকেট লিগ। যেখানেই গম্ভীর, সেখানেই বিতর্ক তৈরি হচ্ছে। ঠিক যেমনটা ঘটেছিল গত আইপিএলে। লখনউ সুপার জায়ান্ট বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন গৌতি। সেই সময় তিনি লখনউ সুপার জায়ান্টের মেন্টর ছিলেন। নবীন-উল-হকের সঙ্গে ম্যাচ চলাকালীনই বিরাট কোহলির ঝামেলা শুরু হয়। সেই রেশ গড়ায় ম্যাচ শেষে। আসরে নামেন গৌতি। বিরাটের সঙ্গে কথা কাটাকাটিও হয়। সেই ঘটনা বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে দেয়। দুই ভাবে বিভক্ত হয়ে যায় 🔯ভারতীয় ক্রিকেট। কেউ বিরাটের পক্ষে ছিলেন, আবার কাউকে গম্ভীরকে সমর্থন করতে দেখা দিয়েছে।
সব মিলিয়ে বিরাট-গৌতি সম্পর্ক যে খুব একটা ভালো নয় তা বলার অপেক্ষা রাখে না। তবে আইপিএলে যাই হোক না কেন, বিশ্বকাপে বিরাট কোহলি এবং নবীন-উল-হককে একেবারে অন্য মেজাজে দেখা গিয়েছে। দু'জনেই একে অপরের সঙ্গে কথা বলেন। আইপিএলে যে ঝামেলার সৃষ🔯্টি হয়েছিল, তা যে আর নেই, স্পষ্ট বোঝা গিয়েছে।
এবার আইপিএলের সেই ঘটনাই যেন ফের একবার মনে করিয়ে দিলেন লখনউয়ের প্রাক্তন মেন্টর গম্ভীর। সংব✨াদ সংস্থা এএনআইয়ের একটি পডকাস্ট অনুষ্ঠানে সেই ঘটনা নিয়ে মুখ খোলেন বর্তমান নাইট মেন্টর। তিনি বলেন, 'একজন মেন্টর হিসাবে বলছি, কেউ আমার ক্রিকেটারদের উপর এসে কথা বলতে পারবে না। যতক্ষণ খেলা চলবে, ততক্ষণ আমার কোনও কিছু বলার অধিকার নেই। কিন্তু খেলা শেষ🐼 হয়ে যাওয়ার পরও যদি কেউ আমার ক্রিকেটারদের এসে উত্তপ্ত বাক্য বিনিময় করে, তখন আমি রুখে দাঁড়িয়েছি।'
বিরাট-গৌতি ঝামেলা যে এই প্রথম, তা একাবারেই নয়। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলার সময়ও বিরাটের সঙ্গে ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে গম্ভীরকে। অনেকের মুখেই শোনা যায়, গম্ভীর যেখানেই যাক না কেন বিতর্ক তাঁর সঙ্গেই থাকে। অবার অনেকে গৌতির পাশে দাঁড়িয়ে বিরাটকে কটাক্ষ করেছে। স্বাভাবিক ভাবে এই দুই কিংবদন্তির ঝামেলার রেশ চলে বেশ কয়েক দিন। এমনকী লখনউয়ের ঘরের মাঠেও সেখানকার সমর্থকদের কটাক্ষের মুখে পড়তে হয় গৌতিকে। স্বাভাবিক ভাবেই এবার যেন ফের এরবার সেই ঘটনাকে সামনে আনলেন ২০১১ বিশ্বকাপজয়ী দলের এই ক্♒রিকেটার। সম্প্রতি তিনি লেজেন্ড ক্রিকেট লিগেও শ💖্রীসন্থের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন।