পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে দাপট অব্যাহত নিউজিল্যান্ডের। প্রথমটির মতো দ্বিতীয় ম্যাচও নিজেদের ঝুলিতে তুলে নেয় কেন উইলিয়ামসন ও তাঁর বাহিনী। ২১ রানে জেতে তারা। সৌজন্যে ফিন অ্যালেনের দুর্দান্ত ব্যাটিং এবং বল হাতে অ্যাডাম মিলনের দুর্দান্ত পারফরমেন্স। সবমিলিয়ে, এই মুহূর্তে সিরিজে এগিয়ে মনোবল তুঙ্গে গোটা কিউই শিবিরের। তবে সিরিজের তৃতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেল তারা। চোটের জন্য বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না দলের অধিনায়ক কেন উইল📖িয়ামসন। যদিও তাঁর পরিবর্তে টিম সেফার্তকে প্রথম একাদশে জায়গা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এর আগে হেড কোচ গ্যারি স্টেড ইঙ্গিত দিয়েছিলেন যে সেফার্ত প্রস্তুত রয়েছে ডেভন কনওয়ের জায়গায় উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।
রবিবার, অর্থাৎ ১৪ই জানুয়ারি, হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল। প্রথমে ব্যাট করে পাহাড় সমান রান তোলে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে লড়াই দিয়েও শেষ অবধি ফিনিশ লাইন পার করতে পারেনি পাকিস্তান। কিন্তু এদিন দেখার মতো ছিল বাবর আজম ও ফখর জামানের ইনিংস। তবে ম্যাচ চলাকালীন এদিন হ্যামস্ট্রিং আঘাতের জন্য সমস্যায় পড়তে দেখা যায় কেন উইলিয়ামসনকে। যার জেরে সিরিজের আগামী ম্যাচগুলিতে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় দল। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ব্রিজের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে⭕ দাবি করেছেন দলের হেড কোচ গ্যারি স্টেড।
তিনি বলেন, 'সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে আমাদের। তাই সেটার কথা মাথায়♒ রেখেই আমরা কেনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধাꦬন্ত নিয়েছি। তবে আশা করছি তার আগে ও সুস্থ হয়ে উঠবে।'
উল্লেখ্য, রবিবার টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৭৪ রান করেন ফিন অ্যালেন। এছাড়াও গুরুত্বপূর্ণ অবদান আসে কনওয়ে, স্যান্টনার ও উইলিয়ামসনের ব্যাট থেকে। পাকিস্তানের বোলারদের ম🔯ধ্যে তিনটি উইকেট পান হ্যারিস রউফ। এছাড়া দুটি উইকেট তোলেন আব্বাস আফ্রিদি এবং একটি করে উইকেট নেন আমির জামাল ও উসামা মীর। জবাবে রান তাড়া করতে নেমে শেষ ওভারের তিন বল বাকি থাকতে ১৭৩ রানে সবকটি উইকেট হারায় পাকিস্তান। এদিন ফের অর্ধশতরান করেন বাবার আজম। তিনি করেন ৬৬। ফখর জামানের ব্যাট থেকেও আসে অর্ধশতরান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে চারটি উইকেট পান অ্যাডাম মিলনে। এছাড়া দুটি করে উইকেট তোলেন ইশ সোধি ও বেন সিয়ার্স। ম্যাচের সেরা হন ফ﷽িন অ্যালেন।