শুভব্রত মুখার্জি: আইপিএলের ইতিহাসে অন্যতম সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ পাঁচটি শিরোপা জিতেছে এই ফ্র্যাঞ্চাইজি। তাদের ঘিরে সবসময় প্রত্যাশার পারদ চড়তেই থাকে সদস্য সমর্থকদের মধ্যে। চলতি মরশুম শুরুর আগেই অধিনায়ক বদল করেছে তারা। নিলামের আগেই ট্রেডিংয়ের মধ্যে দিয়ে গুজ🌜রাট টাইটানস থেকে দলে আনা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। 𝔉নতুন অধিনায়ক হিসেবে তাঁর কাঁধেই তুলে দেওয়া হয়েছে দায়িত্ব। তবে অধিনায়ক বদলালেও কিন্তু আইপিএলের মরশুমের প্রথম ম্যাচে বদলাল না মুম্বই ইন্ডিয়ান্স দলের ভাগ্য।
মরশুমের প্রথম ম্যাচে ফের একবার হারের মুখ দেখল তারা। আইপিএলের মরশুমের শুরুর ম্যাচে মুম্বই দলের জয়ের খরা অব্যাহত থাকল। রবিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে হেরে গিয়ে সেই লজ্জার ধারা বজায় রাখল তারা। শেষ এক দশকের ও বেশি সময় পেরিয়ে বদলালো না সেই ধারা।২০১৩ সাল থেকে টানা ১২ মরশুম আইপিএলের প্রথম ম্যাচেই হারতে হল মুম্বইকে। ২০১৩,২০১৫,২০১৭,২০১৯ এবং ২০২০ অর্থাৎ যে পাঁচ বছর মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের শিরোপা জিতেছে সেই পাঁচ বছরে ও ঘটনাচক্রে প্রথম ম্যাচে জয় পায়নি তারা। অর্থাৎ মরশুমের প্রথম ম্যাচে জয় না পেলেই যে মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের হতাশা ঘিরে ধরবে ব্যাপারটা মোটে ও ♋তেমন নয়। কারণ শেষ এক দশকেরও বেশি সময় ধরে তারা এই বিষয়টির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: ৪৫৪ দিন পরে মাঠে ফিরেই পুরনো ছন্দে ঋষভ! জিতেশকে আউট করে সকলকে অ𒁏বাক করলেন পন্ত
এ দিন ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটানস দল। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে। তাদের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ১ඣ৯ এবং শুভমন গিল ৩১ রান করে আউট হন। এদিন ব্যাট হাতে গুজরাটের তারকা বাঁহাতি ক্রিকেটার সাই সুদর্শন। তিনি মাত্র ৩৯ বলে ৪৫ রান করেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে রাহুল তেওয়াটিয়া করেছেন ২২ রান। মুম্বইয়ের হয়ে জস𓃲প্রীত বুমরাহ নেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমಌে ৯ উইকেট হারি🌳য়ে ১৬২ রানেই আটকে যায় মুম্বই দল। তাদের প্রাক্তন অধিনায়ক তথা ওপেনার রোহিত শর্মা মাত্র ২৯ বলে করেন ৪৩ রান। এছাড়াও নামন ধীর ১০ বলে ২০ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ডিওয়াল্ড ব্রেভিস। তিলক বর্মা ২৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।তবে এরপরে ও কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে মাত্র ছয় রান দূরেই থেমে যায় মুম্বইয়ের ইনিংস।