কেপটাউন টেস্টের পিচ নিয়ে এবার তীব্র ভাষায় ক্ষোভ উগরালেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি ‘সেনা’ দেশগুলোকে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) একেবারে ধুইয়ে দিলেন। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর স্পষ্ট ভাষায় ভারতের সঙ্গে সেনা দেশগুলির বৈষম্য তুলে ধরেছেন। তাঁর মতে, ভারত টার্নিং উইকেট বানালে সেটি ‘ছলচাতুরী বা প্রতারণা’ হয়, আর 𒆙সেনা দেশগুলো উইকেটে গড়বড় করলে, সেটি ‘ভুলবশত’ হয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি ইংল্যান্ডের ভারত সফরের আগে ব্রি🦩টিশ সংবাদমাধ্যমেরও কড়া সমালোচনা করেছেন গাভাসকর।
দক্ষিণ আফ্রি🍌কা এবং ভারতের মধ্যে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। কেপটাউনের নিউল্যান্ডসে সংক্ষিপ্ততম টেস্ট আয়োজন করা নিয়েই যত ঝামেলা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ২৩ উইকেট পড়ার পর, দ্বিতীয় দিনের টেলিভিশন পিচ রিপোর্টে প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক শন পোলক ‘নিউল্যান্ডসের কিউরেটর ভুল করেছেন’ বলে মন্তব্য করেছিলেন। মিড ডে-তে লেখা এক কলামে গাভাসকর আবার শন পোলকের এই বক্তব্যের প্রেক্ষিতে দাবি করেছেন, ‘এটাকে অজুহাতই বলে, এমন পিচ বানানোর ইচ্ছা ছিল না। কিন্তু এমন হয়েছে, কারণ, হয় বেশি ঘাস রেখে দেওয়া হয়েছে অথবা বেশি জল দেওয়া হয়েছে, যা শুকানোর যথেষ্ট সুযোগ পাওয়া যায়নি। ব্যাপারটি হল, (প্রথম টেস্টে) তিন দিনের মধ্যে ভারতের হারের পর কিউরেটের কাছে বার্তা গিয়েছিল যে, সিরিজ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার 𝄹আরও একটি ঘাসযুক্ত উইকেট লাগবে।’
আরও পড়ুন: ঋদ্ধির জৌলুসে জিতল ত্রিপুরা, পূজারার দ𒐪্বিশতরানে তিন পয়েন্ট সৌরাষ্ট্রের, জাতীয় দলে কি ফের ডাক আসবে
এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘কিউরেটর ভুল করেছে, এমন অজুহাত আসলে সেনা দেশগুলোতেই দেওয়া হয়ে থাকে। আমাদের কিউরেটররা শুষ্ক পিচ বানালে, সেটি ছলচাতুরি হয়ে থাকে। এমনটাই কিন্তু গত বছর প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়া নাস্তানাবুদ হওয়ার পর, ওদের প্রাক্তন এক অধিনায়ক দাবি করেছিলেন। আমাদের গ্রাউন্ডসম্যানরা এটি ইচ্ছাকৃত ভাবে করে, আর ওদের (সেনা দেশের) গ্রাউন্ডসম্যানরা ভুল কর🎀ে করে। এটি আসলে নিরপেক্ষ আম্পায়ার আসার আগের ঘটনার মতো। ওদের আম্পায়ারদের সিদ্ধান্তকে ‘মানবিক ভুল’ বলে পাশ কাটিয়ে যাওয়া হতো, আমাদের আম্পায়াররা ছিল প্রতারক। ‘দিল্লির কসাই’- এমন সব অপমানজনক শিরোনাম দেওয়া হত।’
এই প্রসঙ্গেই ব্রিটিশ সংবাদমাধ্যমকেও একহাত নিয়েছে𓆉ন টেস্ট ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটসম্যান। তিনি লিখেছেন, ‘সপ্তাহ তিনেকের মধ্যে আর একটি টেস্ট সিরিজ শুরু হচ্ছে, এমন একটি দেশের সঙ্গে, যাদের সংবাদমাধ্যম সবচেয়ে বেশি ঘ্যানঘ্যান এবং হাহাকার করে। তাদের দলের পক্ষে কিছু না গেলেই সমালোচনা করা হয়। অভিযোগও আসবে অনেক।’