শুভব্রত মুখার্জি: চলতি এশিয়া কাপে অভিযানের শুরুটা ভালো হয়নি🌄 পাকিস্তান দলের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে তারা তাদের যাত্রা শুরু করেছিল। তবে প্রথম ম্যাচে হারের যন্ত্রণা সরিয়ে রেখে তারা ধীরে ধীরে ছন্দে ফিরেছে। মঙ্গলবার দিন তারা চলতি মেয়েদের এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। এই ম্যাচেই তারা বড় ব্যবধানে জয় পেয়েছে। দশ উইকেটের ব্যবধানে তারা কার্যত উড়িয়ে দিয়েছে আমিরশাহিকে। পাক ব্যাটারদের দাপুটে পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেননি আমিরশাহির কোনও বোলার।
আরও পড়ুন: পালটা গালি দেবে তোমরাও… একেবারে অন্য মেজাজের দ্꧂রাবিড়কে প্রকাশ্যে আনলেন অভিষে꧟ক শর্মা
এদিন শ্রীলঙ্কার ডাম্বুলাতে প্রথমে ব্যাট করতে নামে আমিরশাহি দল। তারা নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান করতে সমর্থ হয়েছে। ম্যাচে ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হতে হয় আমিরশাহি দলকে। যদিও এদিন তাদের শুরুটা মোটামুটি ভাবে ভালোই হয়েছিল। বিনা উইকেটে তারা ২৯ রান করে। এর পর পতন ঘটে প্রথম উইকেটের। আউট হন দলের অধিনায়ক ইশা ওজা। ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দ্বিতীয় ওপেনার তির্থা সতীশ এদিন দলের হয়ে সর্বাধিক রান করেছেন। তিনি ৩৬ বলে করেছেন ৪০ রান। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি বাউন্ডারিতে। এছাꦬড়া আর একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্কের রান করেছেন খুশি শর্মা (১২)।
আরও পড়ুন: তিন-চার ওভারের পর… অক্ষরকে নিয়ে সূর্যের গোপন পরিকল্পনা ফাঁস হয়ে গ𒆙েলಌ ক্যামেরায়- ভিডিয়ো