🃏 মাঝে আর দুদিন। তারপরই শুরু হয়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে এবারে মিনি বিশ্বকাপের মুল আসর বসেছে। এছাড়া ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে। সেখানেই হবে ভারত-পাক মহারণ। তবে পাকিস্তান দলের সহ অধিনায়ক সলমন আলি আঘা কিন্তু বলছেন, তাঁদের টার্গেট ভারতকে হারানো নয়, ট্রফি ধরে রাখা।
🥃আরও পড়ুন-অ্যাসেজে ১৬-০ হার! দলকে পরামর্শ দিতে এগিয়ে এলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, কোচ হবেন?
ꦡসলমনের কথায়, ‘আমি অত্যন্ত উচ্ছসিত যে পাকিস্তানে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হচ্ছে। আমি লাহোরের ছেলে, তাই সেখানে যদি ট্রফি জিততে পারি, তাহলে সেটা আমার স্বপ্নপূরণের মতোই বিষয় হবে। আর এবারের পাকিস্তান দলের মধ্যে সেই ক্ষমতা রয়েছে জেতার ’। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯ তারিখ প্রথম ম্যাচ পাকিস্তানের।
ভারতকে হারানোই শুধু লক্ষ্য নয়-
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚভারত পাকিস্তান ম্যাচ মানেই সম্মানরক্ষার ম্যাচ। দুই দেশের ভক্তরাই চাইবেন যেন তাঁদের প্রিয় দল মর্যাদারক্ষার ম্যাচে জিতেই মাঠ ছাড়ে। সলমন বলছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের সময় পরিবেশ পুরো বদলে যায়। সেই জন্যই বলা হয় যে এটা বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ এবং মেগা ম্য়াচ। কিন্তু এটা বুঝতে হবে যে ভারত-পাকিস্তান স্রেফ একটা ম্যাচে মুখোমুখি হয়, কিন্তু দলগত টার্গেট অবশ্যই থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। শুধুমাত্র কোনও একটা ম্যাচ জেতা নয় ’।
ꦆআরও পড়ুন-গম্ভীর-রোহিতদের কোন স্ট্র্যাটেজিতে খুঁত খুঁজে পেলেন অশ্বিন? অখুশি নির্বাচকদের সিদ্ধান্তে
চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য সলমনের
🌠তাঁর কথায়, ‘ওই ম্যাচ যদি আমরা জিতে গিয়েও ট্রফি না জিততে পারি তাহলে কোনও লাভ হবে না। আর ওই ম্যাচ যদি হেরে গিয়েও আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারি, তাহলে আমরা অনেক বড় সাফল্য পাব। তবে অবশ্যই আমরা সবাই ভারতের বিপক্ষে ম্যাচ জিততে চাইব, আর মরিয়া হয়ে খেলব। আমিও আমার নিজের সেরা পারফরমেন্স দেওয়ারই চেষ্টা করব ভারতের বিপক্ষে ’।
মিলারের প্রশংসায় আব্রার-
🐭সেই পডকাস্টেই প্রাক্তন ক্রিকেটার সলমন বাট প্রশ্ন করেন স্পিনার আব্রার আহমেদকেও। জানতে চান তার বোলিং ভালো রিড করেন করে? আব্রার বলেন, ‘ডেভিড মিলার আমার বল খুব বুঝে বুঝে খেলছিল। আর কারও খেলা আমার তেমন ভালো লাগেনি। ও আমার বোলিং ভালো খেলছিল বলে আমায় ডট বল করতে হয়েছে, যাতে ও কোনও ভুল করে আর আমি উইকেট তুলতে পারি’।