আইপিএলে এবারে বেশ ছন্দে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ দল। লখনউ ম্যাচের আগে একটু চাপে পড়লেও বিশ্বকাপজয়ী 💙তারকা ট্রাভিস হেডের ব্যাটিং আর প্যাট কামিন্সের অসাধারণ নেতৃত্বের সৌজন্যে ফের একবার প্লে অফের দৌড়ে চলে এসেছে হায়দরাবাদ। বুধবার আইপিএলের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে পর্যুদস্ত করেছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। আইপিএলে সব থেকে কম বলে ১৬৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিতেছে হায়দরাবাদ। বুধবারই ছিল অধিনায়ক প্যাট কামিন্সের জন্মদিন, তাই তাঁকে জয় উপহার দিꦡয়েছে অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমাররা।
এরই মধ্যে বিশ্বকাপজয়ী এই তারকার জন্মদিনে ভাইরাল হয়েছে একের পর এক ভিডিয়ো। কোথাও দেখা গেছে সমর্থকরা তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে গান করছেন, তো কোথাও আবার আইপিএলে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করতে গিয়ে কামিন্স বলছেন কলকাতায় রাজকীয় অভ্যর্থনা পাওয়ার পর বাড়িতে ফিরে তাঁকে নাকি তাঁর গিন্নি পাত্তাই ♓দেয়নি। এবার সামনে এল তাঁর অন্য এক ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে ক্রিকেট নয় অন্য কোনও পেশায় বোধ হয় নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। অবশ্য সেখানেও কামিন্স প্রমাণ করছেন নিজের দক্ষতা এবং দায়বদ্ধতা।
আরও পড়ুন-জন্মদিনে কামিন্সের জন্য গান সমর্থকদের, পাল্টা জয় উপহার দিলেন অধিনায়꧃ক- ভিডিয়ো
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বলিউডের এক জꦜনপ্রীয় গান, ‘ তেরি বাতো নে উলঝা দিয়া’ । বর্তমানে অনেকেই শোনেন শাহীদ কাপুর এবং কৃতি শ্যাননের সিনেমার এই গান। এবার অস্ট্রেলিয়ান অধিনায়ককে দেখা গেল এই গানেই কোমর দোলাতে, তাও একেবারে অভিজ্ঞতার সঙ্গে। দেখে বোঝা যাবে না মোটেই, যে তিনি আসলে ক্রিকেটার। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়া🍒য়।
আরও পড়ুন-ম্যাচের পর কেএল রাহুলকে বকা সঞ্জীব গোয়🍃েঙ্কার,পাল্টা দিলেন প্রাক্তন নাইট ডিরেক্টর
আসলে সানরাইজার্স হায়দরাবাদসহ আইপিএলের সব দলের ক্রিকেটারাই ব্যস্ত বিভিন্ন শ্যুটিংয়ে। কোথাও বিজ্ঞাপন সংস্থার জন্য তাঁরা শ্যুট করছেন, আবার কখনও ফ্র্যাঞ্চাইজির প্রতি সমর্থকদের আকর্ষণ বাড়ানোর জন্য বিভিন্ন মজাদার শ্যুট করಌছেন তাঁরা। এরই মধ্যে কামিন্সের ওপর বর্তেছিল নাচের দায়িত্ব। অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ জেতানো কামিন্স কিন্তু লেটার মার্কস পেয়েই পাশ করলেন। বল হাতে ব্যাটারদের নাচানোর পাশাপাশি🐻 তিনি যে নিজেও নাচে এক্সপার্ট তা বোঝা গেল এই ভিডিয়োয়।
আরও পড়ুন-স্কুলে যাওয়ার নাম শুনলেই মাথা ব্যথা করত,🍨 ভারতীয় ক্রিকেটারের রহস্য ফাঁস!
আইপিএল শেষের পরই শ♈ুরু টি২০ বিশ্বকাপ। সেখানে অজিদের মিচেল মার্শ নেতৃত্ব দিলেও কামিন্স দলের বড় ভরসা। ভারতীয়র🌞া অবশ্যই চাইবেন বিশ্বকাপে সব থেকে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার এই তারকা যেন ভারতের বিপক্ষে ফেল করেন। কারণ এই কামিন্সের বলেই বিশ্বকাপ ফাইনালে কয়েক মাস আগে বিরাট কোহলি আউট হয়েছিলেন, আর বিরাটের আউটের সঙ্গে সঙ্গেই কার্যত ভারতের ট্রফি জয়ের স্বপ্ন বিশ বাঁও জলে চলে যায়।