সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে দাঁড়াতেই পারেনি লখনউ সুপার জায়ান্টস। কা♋র্যত খড়কুটোর মতোই উড়ে যায় লখনউ সুপার জায়ান্টস দল। গোটা ২০ ওভার খেলে যেখানে রাহুলরা করেছিলেন ৪ উইকেটে ১৬৫, সেখানে ৯.৪ ওভার খেলেই জয়ের ꧃জন্য লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় সানরাইজার্স দল। সৌজন্যে দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিং। কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় লখনউয়ের বোলিং লাইন আপ। দাঁড়াতেই পারেনি তাঁরা। যে পাঁচজন বোলার বোলিং করেছিলেন তাঁদের মধ্যে সব থেকে কম ইকোনমি ছিল কৃষ্ণাপ্পা গৌথমের ১৪.৫০। এই পরিসংখ্যানই বোঝার জন্য যথেষ্ট, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ঠিক কি তাণ্ডবটাই না চালিয়েছেন হেড, অভিষেকরা।
ম্যাচ হারের পরই বেজায় চটেন লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। মাঠের মধ্যেই লোকেশ রাহুলকে বকতে দেখা যায় তাঁকে। বোঝাই যাচ্ছিল রাহুলে🍃র হাবেভাবে যে তিনি তাঁর দলের মালিককে কিছু বোঝাতে চেষ্টা করলেও তিনি তা মোটেই শুনতে চাইছিলেন না। এমনিতেই দলের হারের পর কোনও অধিনায়কের মানসিকতাই ঠিক থাকে না। তাঁর মধ্যে মাত্র ৯.৪ ওভারে প্রতিপক্ষ দল এত রান চেজ করে দেওয়ায় বিধ্বংস্ত ছিলেন রাহুলও, তা সত্বেও কোনও কিছু না ভেবেই অনবরত রাহুলের ওপর বিরক্তি প্রকাশ করে যান লখনউ কর্ণধার। যা দেখেই এবার নিজের ক্ষোভ প্রকাশ করলেন কলকতা নাইট রাইডার্স দলের প্রাক্তন ডিরেক্টর জয় ভট্টাচারꦐ্য। তাঁর মতে ক্রিকেটারদেরও স্বাধীনতা থাকা উচিত, তিনি কোন দলে খেলবেন সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার।
আরও পড়ুন-পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, ꦕবায়ার্নকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল
সোশাল নেটওয়ার্কিং সাইটে কলকাতা নাইট রাইডার্সের প🎃্রাক্তন ডিরেক্টর জয় ভট্টাচার্য সরাসরি সঞ্জীব গোয়েঙ্কার কথাই বলছেন। তিনি বিসিসিআইকে এক নতুন নিয়ম লাগু করা যায় কিনা সেই নিয়েই পরামর্শ দিতে চেয়েছেন। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ গতকাল মাঠের মধ্যে এক ক্রিকেটারের সঙ্গে কর্ণধারের বাক্য বিনিময় দেখছিলাম। অতীতেও এমন কিছু নিদর্শন অবশ্যই আছে, বোর্ড সেক্ষেত্রে একটু ক্রিকেটারদের কথাও যদি 𒊎চিন্তাভাবনা করে, তাঁদের পছন্দ অপছন্দ বাছার সুবিধা দেয় তাহলে কেমন হয়?’।
আরও পড়ুন-দুরন্ত ছন্দ অব্যাহত, সৌদি স্🍸ম্যাশের কোয়ার্টার⭕ে মনিকা বাত্রা-ভিডিয়ো
এরপর নাইটদের প্রাক্তন ডিরেক্টর জয় আরও লিখেছেন, ‘ যদি সব প্লেয়ারের অপ্ট আউট কার্ড থাকে তাহলে কেমন হয় ? যার ꦅঅর্থ সেই ক্রিকেটারের চাইলে কোনও ফ্র্যাঞ্চাইজিকে না বলতে পারে। অন্য সব ফ্র্যাঞ্চাইজি সেই ক্রিকেটারকে চাইলে নিতে পারবেন, সেই একটি দল বাদ দিয়ে । আইপিএলের নিলামের আগেই বিসিসিআইকে ক্রিকেটাররা তা জানিয়ে দেবে, এবং নির্দিষ্ট অপছন্দের ফ্র্যাঞ্চাইজিকেও সেকথা জানিয়ে দেওয়া হবে। বিসিসিআই এই বিষয় গোপনীয়তা বজার রাখবে, সেক্ষেত্রে দুজনের সম্মান থাকবে ’।
আরও পড়ুন-স্কুলে যাওয়ার নাম শুনলেই মাথা ব্যথা করত, ভারত🌟ীয় ক্রিকেটারের রহস্য ফাঁস!
উল্লেখ্য গত দুবছরের অন্যতম ধারাবাহিক দল লখনউ সুপার জায়ান্টস। চ্যাম্পিয়ন না হতে পারলেও শেষ দুবার প্লে অফে অন্তত গেছিল ♍তাঁরা। কিন্তু এবার শেষ চার অনিশ্চিত হতেই চটে লাল হন দলের কর্ণধার। তাঁর বিরক্তি প্রকাশের সময় রাহুলের শুকনো মুখ দেখে অত্যন্তই বেদনাহত ভারতীয় ক্রিকেটমহল।