পাকিস্তানে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে ভারত, আশা রাখছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি। আগেই ভারতের তরফে জানানো হয়েছে, পাকিস্তানে খেলতে যাওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। বিসিসিআইয়ের স্পষ্ট বার্তা দীর্ঘ কয়েক বছর ধরেই রয়েছে, পাকিস্তানে যেতে গেলে ভারত সরকারের ছাড়পত্র লাগে। সেটা না পেলে তাঁদের পক্ষে কোনও দেশেই খেলতে যাওয়া সম্ভব নয়। লাহোর, করাচি এবং র🐽াওয়ালপিন্ডিতে হওয়ার কথা ম্যাচগুলো। ভারতের ম্যাচ দেওয়া হয়েছে লাহোরে।
আরও পড়ুন-ইরানি কাপে জেনে বুঝে স্লো ওভার রেট! IPL-এ ধোনির দলের অধিনায়ককেই নিশানা রাহা🐈নের!
সন্ত্রাস এবং ক্রিকেট একসঙ্গে চলতে পারে না…
সিমান্তে লাগাতার পাকিস্তানি মদৎপুষ্ট জঙ্গীদেꦬর সন্ত্রাসবাদি কার্যকলাপের জেরে দীর্ঘদিন পাকিস্তানে খেলতে যায়না বিরাট কোহলি, রোহিত শর্মাদের ভারত। ২০০৮ সালে শেষবার পাক সফরে গেছিল ভারতীয় দল। এর পাঁচ বছর পর শেষবার ভারতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসে পাকিস্তান। তারপর থেকে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজও হয়নি দুই দেশের মধ্যে। ভারতের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, ক্রিকেট এবং সন্ত্রাস কখনও একসঙ্গে চলতে পারেনি।
আরও পড়ুন-নভেম্বরে ৫ দেশꦿের দল নিয়ে শুরু গ্লোবাল সুপার লিগ! ক্যারিবিয়ান ডেরায় খেলবে KKR-CSK?
আইসিসি প্রতিযোগিতায় গত এক দশক ধরে দেখা হয় ভারত-পাকিস্তানের। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপেও খেলে দুই দেশ। ভারতের মাটিতে পাকিস্তান দল খেলতে আসলেও, পাকিস্তানের মাঠে ভারত বিগত এক দশকে খেলতে যায়নি। আর আগামী বছরের ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে ৯ মার্চ পর্যন্ত হতে চলা🍌 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে। আইসিসিও পড়েছে মহা ফাঁপড়ে। কারণ ভারতকে চাপ দিয়ে কাজ করানো কঠিন। পাল্টা ভারতও বিকল্প ভেনু অর্থাৎ হাইব্রিড মডেলে ম্যাচ আয়োজনের দাবি করেছে।
আরও পড়ুন-൩ফ্রনফুটে এসে অজি তারকার মাথার ওপর ছয়! দঃ আফ্রিকার স্মৃতি মনে করালেন শ্রীসন্থ… Video
আশা দেখছেন মোহসিন নকভি…
যদিও এত কিছু মধ্যেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নকভি মনে করছেন, ভারতসহ সব দেশই সেদেশে চ্যাম্প🦋িয়নস ট্রফিতে খেলতে যাবে। পিসিবি চেয়ারম্যানের কথায়, ‘ভারতীয় দলের এখানে খেলতে আসা উচিত। আমি কোনও কারণই দেখছি না, ভারতে এখানে খেলতে না আসার। আমরা আশাবাদী সব দল নিয়েই এখানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে। স্টেডিয়ামগুলো তাঁর মধ্যে প্রস্তুত হয়ে যাবে, যেটুকু কাজ বাকি থাকবে সেগুলো প্রতিযোগিতার পর হবে’।
আরও পড়ুন-বরুণের সঙ্গ⛦ে দীর্ঘক্ষণ কথা গম্ভীরের! ৩ উইকেট নিয়ে KKR স্পিনার বললেন ‘পুনর্জন্💟ম হল’
ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে হবে বৈঠক?
আগামী সপ্তাহেই পাকিস্তান সফরে শাংহাই কো অপারেটিভের দেশগুলোর বৈঠকে যোগ দিতে আসছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর সঙ্গে কি কথা হতে পারে ক্রিকেট নিয়ে? নকভি বলছেন, ‘ওনার পাকিস্তান সফরের সূচি হয়ত এখনই স্থির হয়নি ’। প্রসঙ্গত বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা আগেই জানিয়েছি🧸লেন ভারতের সেদেশে খেলতে যাওয়ার বিষয়টা নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর।