২০০৬ সালের স্মৃতি ফিরিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শান্তাকুমারাণ শ্রীসন্থ। সেই বছর দঃ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচে ছয় মেরে নজর কেড়েছিলেন এই ব্যাটার। দঃ আফ্রিকার পꦫেসার আন্দ্রে নেল বোলিংয়ের সময় স্লেজিং করেছিলেন শ্রীসন্থকে। বিষয়টি নিয়ে বজায় চটেছিলেন ভারতীয় এই বোলার। ভিতরে ভিতরে রাগ যে ছিল সেটা হাবেভাবেই বুঝিয়ে দিয়েছিলেন। সেই চিত্রই আরও একবার লেজেন্ডস ক্রিকেট লিগের মঞ্চে ফিরিয়ে আনলেন তিনি।
আরও পড়ুন-ভিডিয়ো- নেট সেশনে ক্রিকেটไারদের শট বিশ্লেষণ! উ🐽দ্বুদ্ধ করার নয়া টেকনিক স্কাইয়ের!
২০০৬ সালে জোহানেসবার্গে দঃ আফ্রিকার বিরুদ্ধে সেই টেস্ট ম্যাচে, আন্দ্রে নেলের স্লেজিংয়ের পাল্টা ব্যাটℱে জবাব দিয়েছিলেন শ্রཧীসান্থ। নেলের পরের বলেই সরাসরি বাউন্ডারি পেরিয়ে দিয়েছিলেন দুরন্ত শট খেলে। এরপর তাঁর ব্যাট ঘুরিয়ে নেলকে ঘিরে সেলিব্রেশন আজও ক্রিকেটপ্রেমীদের মনের মধ্যে রয়েছে। সেই স্মৃতি আজও ভোলা কঠিন। এবার সেই চিত্র ফিরে এল লেজেন্ড ক্রিকেট লিগের ম্যাচে।
আরও পড়ুন-শাংহাই মাস্টার্সে জকোভিচকে সতর্ক করল আম্পায়ার! মাথা গরম করে ক্ষোভ দেখালেন জ𝔍োকারও…
গুজরাট জায়ান্টের হয়ে লেজেন্ড লিগের ১৯তম ওভারে ব্যাট করতে আসেন শ্রীসন্থ। তখন দলের অবস্থা অত্যন্ত করুণ। ১১৭ রানে ৮ উইকেট পরꦫে গেছে। সেই স✃ময়ই বোলিং করছিলেন অজি ক্রিকেটার ড্যান ক্রিশ্চান। এবারও ২০০৬ সালে অ্যান্দ্রে নেলকে মারা ছয়ের মতোই সরাসরি স্টেপ আউট করে ড্যানের মাথার ওপর থেকে ছয় হাঁকালেন শ্রীসন্থ।
একঝলকে সেই ভিডিয়ো-
আরও পডꦡ়ুন-জাতীয় দলের ౠশিবিরে সাহালকে ছাড়া হচ্ছে না, জানালেন মোলিনা! ৬ ফুটবলারকে ছাড়ার সিদ্ধান্ত…
ড্যান ক্রিশ্চানের মাথার ওপর দিয়ে ছয়…
লং অনের ওপর থেকে ছয় মেরে শ্রীসন্থ দেখালেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি গড়াপেটা কাণ্ডে দূরে থাকলেও, নিজ♎ের স্কিল ভুলে যাননি এখনও। শ্রীসন্থের সেই ছয় দেখে অবাক হয়ে যান দলে বাকি ক্রিকেটাররা। হাততালি দিতে থাকেন শিখর ধাওয়ান, মহম্মদ কাইফরা। ৪০ পেরিয়ে গেলেও শ্রীসন্থের কবজির জোর যে এখনও আগের মতোই রয়েছে, সেটা দেখে হেসে ফেলেন কাইফ, শিখররা।
আরও পড়ুন-সেরা ক্রিকে𓄧টার ক্যালিস, সেরা ব্যাটার লারা! সচিনকে ঈর্ষা করে এ কি বললেন পন্টিং!
গুজরাট জায়ান্ট দলের হার
অবশ্য শ্রীসন্থের এই ছয়ের জন্যে ম্যাচে খুব বেশি🅷 সুবিধা করতে পারেনি তাঁর দল গুজরাট জায়ান্ট। নির্ধারিত ২০ ওভারে তাঁরা ১৩১ রান তোলে। জবাবে হরভজন সিংয়ের মনিপাল টাইগার্স দল𝓀 ২২ বল বাকি থাকতেই ম্যাচ জয় তুলে নেয়। ব্যাট হাতে ছয় মেরে নজর কাড়লেও বল হাতে তেমন সুবিধা করতে পারেননি শ্রীসন্থ, একটিও উইকেট পাননি তিনি।