ওপেনিং 💎ব্যাটসম্যান পৃথ্বী শ'কে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) ফিটনেসের জন্য ছাড়পত্র দিয়েছে। ২ ফেব্রুয়ারি থেকে কলকাতায় বাংলার বিরুদ্ধে মুম্বইয়ের পরবর্তী রঞ্জি ট্রফির ম্যাচ খেলবে। এই ম্যাচে খেলবেন পৃথ্বী। প্রায় ছয় মাস পর মুম্বইয়ের ব্যাটার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন।
নর্থহ্য🃏াম্পটনশায়ারেꦰর হয়ে ওয়ানডে ম্যাচ খেলার সময়ে অগস্টে হাঁটুতে চোট পেয়েছিলেন পৃথ্বী শ'। চোট সারিয়ে তিনি ভালো পারফরম্যান্সই করেছিলেন। অপরাজিত ২৪৪ এবং ১২৫ রান করেছিলেন পৃথ্বী শ'।
বিসিসিআই-এর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ‘ওকে ফিট ঘোষণা করা হয়েছে 🐭এবং রঞ্জি ট্রফির ম্যাচে ও এখন অংশ নিতে পারে। এমসিএ (মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন)-কে এটি সম্পর্কে অবহিত করেছে বিসিসিআᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚই।’
আরও পড়ুন: শুভমন, শ্রেয়সরা ব্যাট হাতে টেস্টেꦿ ব🥂্যর্থ, জায়গা কি ফস্কে যাবে? কী বললেন ভারতের ব্যাটিং কোচ?
বেঙ্গালুরুতে এনসিএ-তে অনুশীলন নেটে ব্য🅘াট করছেন পৃথ্বী শ'। একটি এমআরআই প্রকাশ করা হয়েছিল, যেখান থেকে জানা গিয়েছিল, পৃথ্বী শ'র পোস্টেরিয়র ক্রুসিয়েꦇট লিগামেন্টের গ্রেড-২ টিয়ার ছিল।
পৃথ্বী শ'র প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে অনেক বেশি মাত্রার ড্রিল এবং কঠোর অনুশীলন করতে হয়েছে। এখন দেখার🐲, প্রতিযোগীতামূলক ম্যাচে প্রত্যাবর্তন করার পর পৃথ্বী কেমন পারফরম্যান্স করেন!
আরও পড়ুন: রজত পতিদার বনাম স🐲রফরাজ খান- কে সুযোগ পাবেন বিশাখাপত্তনমে? মুখ খুললেন ভারতের ব্যাটি🌸ং কোচ
হাঁটুর লিগামেন্টের চোটের কারণে গত বছরের অগস্ট থেকে খেলার বাইরে রয়েছেন পৃথ্বী শ' (২৪)। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাবের মধ্যে দিয়ে গিয়েছেন পৃথ্বী শ'। সেখানে তিনি বেশ ভালো ভাবে ব্যাটিং এবং ফিল্ডিং অꦜনুশীলন করেছেন। যাইহোক তিনি এর পর প্রতিযোগীতামূলক ক্রিকেটে কতটা ভার বহন করতে পারে, তার উপরেই নির্ভর করবে সব কিছু।
মুম্বই টিম রঞ্জিতে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন। প্রথম তিনটি ম্যাচ জ🍒িতলেও, তাদের শেষ রঞ্জি ম্যাচে উত্তরপ্রদেশের কাছে হেরে গিয়েছে। বাংলার বিরুদ্ধে পরবর্তী ম্যাচটি ইডেন গার্ডেন্সে। এই ম্যাচে বাংলাকে জিততেই হবে। সেখানে মুম্বইও চাইবে, জয়ে ফিরতে। মুম্বই গ্রুপ-বি-র শীর্ষস্থান ধরে রেখেছে। চার ম্যাচে তাদের পয়েন্ট ২০। সেখানে বাংলা ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। লক্ষ্মীরতন শুক্লার বাংলা টিম একটিতে জিতেছে, বাকি তিনটি ম্যাচই তারা ড্র করেছে।