প্রতিভা থাকলেই যে অল্প বয়সে সর্বোচ্চ পর্যায়ে ছড়ি ঘোরানো যায় না, ১২ বছরের বৈভব সূর্যবংশীকে রঞ্জিতে মাঠে নামিয়ে সেটা হাড়ে হাড়েꩵ টের পাচ্ছে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন। এত কম বয়সে সূর্যবংশীকে রঞ্জি ট্রফিতে মাঠে নামানো যথাযথ হয়েছে কিনা, দুই ম্যাচের পরেই জোর চর্চা শুরু হয়েছে সেই বিষয়ে।
গত ৫ জানুয়া🍃রি পাটনায় মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ২০২৪-এর ম্যাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚচে সিনিয়র ক্রিকেটে হাতেখড়ি হয় বৈভবের। মাত্র ১২ বছর বয়সে রঞ্জি ট্রফিতে আত্মপ্রকাশ করে হইচই ফেলে দেন তিনি। তবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দিতে ব্যর্থ হন সূর্যবংশী। নিজের অভিষেক রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে ৪টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১৯ রান করে আউট হন বৈভব। দ্বিতীয় ইনিংসে ২টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ১২ রান করে মাঠ ছাড়েন তিনি।
এবার সেই পাটনাতেই ছত্তিশগড়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের দুই ইনিংসেই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হলেন বৈভব। ২টি ইনিংসেই খাতা খুলতে পারেননি 💮তিনি। প্রথম ইনিংসে ১১ বল খেলে শূন্য রানে আউট হন সূর্যবংশী। দ্বিতীয় ইনিংসে ৭ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। সুতরাং, কেরিয়ারের প্রথম ৪টি ফার্স্ট ক্লাস ইনিংসে বৈভবের ব💎্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ১৯, ১২, ০ ও ০ রান।
কেরিয়ারের প্রথম চারটি ফার্স্ট ক্লাস ইনিংস দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, বৈভব এখনই সিনিয়র ক্রিকেটের জন্য প্রস্তুত কিনা। তাঁকে বয়সভিত্তিক ক্রিকেটের বদলে এখনই রঞ্জি ট্রফিতে মাঠে নামানো কতটা 🍰যুক্তিযুক্ত। কেরিয়ারের শুরু𒐪তেই পরপর ব্যর্থতা বৈভবের আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জির প্রথম ম্যাচে 🅠১ ইনিংস ও ৫১ রানে পরাজিত হয় বিহার। এবার ছত্তিশগড়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচেও প্রবল চাপে তারা। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বিহার অল-আউট হয় মাত্র ১০৮ রানে। উইকেটকিপার বিপিন সৌরভ দলের হয়ে সব থেকে বেশি ৪৯ রান করেন। ছত্তিশগড়ের রবি কিরণ প্রথম ইনিংসে একাই ঝলস💟ে দেন বিহারের ব্যাটিং লাইনআপকে। তিনি ১৩ ওভার বল করে ৫টি মেডেন-সহ ২১ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন।