ইন্দোরে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলা এবং মধ্যপ্রদেশে। বুধবার থেকে শুরু হয় খেলা। প্রথম দিনে কিছুটা ব্যাকফুটে চলে গেলেও দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় বাংলা। এদিন সকালে বল হাতে দুরন্ত ছন্দে দেখা যায় মহম্মদ শামিকে। প্রত্যাবর্তনেই ৪ উইকেট নিয়ে নজর কাড়লেন তিনি। তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদে মধ্যপ্রদেশকে মাত্র ১৬৭ রানে অলআউট করে দেয় বাংলা। প্রথম দিনের শেষে যখন ১ উইকেট হারিয়ে ১০৩ রানে খেলা শেষ করেছিল এমপি, তখন কেউ ভাবতেও পারেনি এতো কম রানে গুটিয়ে যাবে তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কঠিন পিচে শুরুটা ভালোই করে বাংলা। দিনের শেষে তাদের স্কোর ৫ উইকেট হারিয়ে ১৭০। অপরাজিত রয়েছেন ঋদ্ধিমান সাহা এবং ঋত্বিক বিজ🌳য় চ্যাটার্জি।
দ্বিতীয় দিনের শুরুতে বাংলার দাপুটে বোলিং:
প্রথম দিন যখন খেলা শেষ হয় তখন মধ্যপ্রদেশের স্কোর ছিল ১ উইকেট হারিয়ে ১০৩ রান। অপরাজিত ছিলেন শুভ্রাংশু সেনাপতি এবং রজত পতিদার। দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা দেয় বাংলা। ৩২.৪ ওভারে ব্যক্তিগত ৪১ রানে আউট হয়ে যান রজত পতিদার। তাঁকে আউট করেন সূর্য সিন্ধু জসওয়াল। এরপর ৩৪.২ ওভারে শুভ্রাংশু সেনাপতিকেও ৪৭ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান সূর্য সিন্ধু। এরপর ব্যাট করতে আসেন মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মা। তাঁকে ব্যক্তিগত ৮ র🐻ানের মাথায় ক্লিন বোল্ড করে দেন মহম্মদ শামি। পঞ্চম উইকেটটি নেন রোহিত কুমার, আউট করেন হরপ্রীত সিং ভাটিয়াকে (১৮)। এরপর রানআউট হয়ে যান আরিয়ান পান্ডে (১২)। সপ্তম উইকেট নেন মহম্মদ কাইফ, আউট করেন বেঙ্কটেশ আইয়ারকে (৩)। ১৫০ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মধ্যপ্রদেশ। এরপর বাকি কাজটা করে দেন মহম্মদ শামি। দ্রুত আউট করেন সারাংশ জৈন (৭), কুমার কার্তিকেয়ন (৯) এবং কুলবন্ত খেজরোলিয়াকে (০)। মাত্র ১৬৭ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে বাংলার ব্যাটিং কেমন ছিল:
৬১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে বাংলা। ওপেনার শুভম দে মাত্র ৪ রানে আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটের জন্য ৯৭ বলে ৪৯ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন সুদীপ কুমার ঘরামি এবং সুদীপ চ্যাটার্জি। দু’জনেই ব্যক্তিগত ৪০ রানে আউট হয়ে যান। এরপর ব্যাট করতে এসে অধিনায়ক অনুষ্টুপ মজুমদার এবং ঋত্বিক বিজয় চ্যাটার্জি হাল ধরার চেষ্টা করেন, তবে ১৯ রানে আউট হয়ে যান অনুষ্টুপ। এরপর ব্যাট করতে আসেন শাহবাজ আহমেদ। তবে তিনি এদিন ব্যাট হাতে ব্যর্থ হন। মাত্র ১০ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তাঁকে। এরপর ব্যাট করতে নামেন অভিজ্ঞ ঋদ্ধিমান সাহা। ষষ্ঠ উইকেটের জন্য ৩৭ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন ঋত্বিক এবং ঋদ্ধি। দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৫ উইকেট হারিয়ে ১৭০। ৩২ বলে ২১ করে অপরাজিত রয়েছেন ঋদ্ধিমান সাহা এবং ৭১ বলে ৩৩ করꦅে অপরাজিত রয়েছেন ঋত্বিক বিজয় চ্যাটার্জি। বাংলার লিড বেড়ে দাঁড়িয়েছে ২৩১। এখন দেখার তৃতীয় দিনের সকালে আর কত রান জুড়তে পারে তারা। অনুষ্টুপদের সামনে🦹 রয়েছে ৬ পয়েন্ট পাওয়ার সুযোগও।