☂ শনিবার থেকে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে চলতি রঞ্জি ট্রফির একটি গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই ম্যাচে হরিয়ানার মুখোমুখি হবে মুম্বই। তারকাখচিত এই মুম্বই দলে রয়েছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শিবম দুবে ও অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। শুক্রবার অনুশীলনে নেমেই বাংলার এক তরুণ বোলারকে দেখে মুগ্ধ হলেন সূর্যকুমার যাদব।
ꦐমুম্বইয়ের নেটে বল করছিলেন বাংলার অনূর্ধ্ব-২৩ দলের বাঁহাতি স্পিনার প্রিয়াংশু পটেল। তাঁর বোলিং দেখে চমকে যান সূর্যকুমার যাদব। প্রশংসা করার পাশাপাশি ছবি তোলেন প্রিয়াংশুর সঙ্গে। পাইকপাড়া ক্লাবে খেলা এই তরুণ ক্রিকেটার আগেও বাংলার নেটে বল করেছেন এবং যশস্বী জসওয়াল, রবীন্দ্র জাডেজার সঙ্গেও ছবি তুলেছেন।
আরও পড়ুন … 🍬প্রশ্ন ওঠা স্বাভাবিক, এগুলো থামাতে হলে… অফ ফর্মে থাকা রোহিতের পাশে দাঁড়িয়ে অশ্বিনের পরামর্শ
💯শুক্রবার মুম্বই দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। ঘণ্টা দেড়েকের অনুশীলনে অংশ নেন সূর্যকুমার যাদব ও অজিঙ্কা রাহানেরা। সূর্যকুমার মজার ছলে বলেন, ‘ইডেন কাউকে খালি হাতে ফেরায় না। আমিও এই মাঠেই ফর্মে ফেরার আশা করছি।’ মুম্বই দলে সূর্যের উপস্থিতিতে খুশি বোলিং পরামর্শদাতা ধবল কুলকার্নি। তিনি বলেন সূর্যকুমার যাদবের মতো সিনিয়র ক্রিকেটার দলে থাকলে সেটা সবসময় বাড়তি অনুপ্রেরণা দেয়। তরুণরা ওর সঙ্গে নিয়মিত কথা বলছে। এটা তরুণদের জন্য বড় সুযোগ। রঞ্জি কোয়ার্টার ফাইনালে নামার আগে ইডেনের পিচ নিয়ে মুগ্ধ সূর্যকুমার যাদব।
🌄ধবল কুলকার্নি বলেন, ‘ওর মতো সিনিয়র ক্রিকেটার এবং ভারতের অধিনায়ক দলের সঙ্গে থাকলে সেটা সব সময়েই বাড়তি অনুপ্রেরণার কাজ করে। দলের সবাই ওর দিকে তাকিয়ে রয়েছে। তরুণ ক্রিকেটারেরা ওর সঙ্গে সব সময় কথা বলছে। সূর্যকে পাশে পাওয়া তরুণ ক্রিকেটারদের কাছে একটা ভাল সুযোগ।’
আরও পড়ুন … ꦯসাদা বলে শ্রেয়স খুব ভয়ঙ্কর তবু কেন টিম ইন্ডিয়ার স্থায়ী সদস্য নন? BCCI-র সিদ্ধান্তে অবাক পন্টিং
𓄧এছাড়াও, ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগ পাওয়া শিবম দুবেরও প্রশংসা করেন কুলকার্নি। তিনি বলেন গত বছর মুম্বইয়ের হয়ে দারুণ খেলেছিল শিবম দুবে। তিনি জানিয়েছেন এখন বোলিংয়েও মনোযোগ দিচ্ছেন শিবম দুবে। এর কারণ হল টেস্ট দলে সুযোগ পেতে চান শিবম দুবে। ধবল কুলকার্নি বলেন, ‘গত বছর ও মুম্বইয়ের হয়ে ভাল খেলেছে। তাই ভারতীয় দলেও সুযোগ পেয়েছে। এখন বোলিংয়ের দিকে বাড়তি নজর দিচ্ছে। কারণ ভারতের টেস্ট দলেও শিবম জায়গা পেতে চায়।’ শনিবারের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইডেনে জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।